রাজশাহীতে স্ত্রী হত্যায় মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

রাজশাহীতে স্ত্রী হত্যায় মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

রাজশাহীতে স্ত্রী হত্যায় মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

রাজশাহীর মোহনপুরে স্ত্রী হত্যায় আক্কা’স আলী (৪০) নামের এক মাদরাসা শিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে রাজশাহীর জননিরা’পত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আসাদুজ্জা’মান মিঠু বলেন, মহিষকুণ্ডি দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন আক্কাস আলী। তার স্ত্রী ফরিদা বিবি একটি এনজিও পরিচালিত স্কুলের শিক্ষক ছিলেন। যৌতুকে’র জন্য আক্কাস প্রায়ই স্ত্রীকে নির্যাতন চালাতেন। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে ২০১৩ সালের ২৯ জানুয়া’রি সন্ধ্যায় আক্কাস আলী তাকে গলা কেটে হত্যা করেন।

তিনি আরও বলেন, ওই দিন ফরিদার ভাই মামুনার র’শীদ আক্কাসের বিরুদ্ধে মোহনপুর থানায় হত্যা মামলা করেন। মামলার পর আক্কাসকে গ্রেফতার করে পুলিশ। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।

পিপি আরও জানান, মামলায় ২৩ জনের সাক্ষ্য’গ্রহণ করেন আদালত। পরে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে মঙ্গলবার তার মৃত্যুদণ্ড দেন আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top