মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২১-২২ – HSC Result Check

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২১ – পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখে

সারাবছর জেএসসি এসএসসি এবং এইচএসসি পরীক্ষা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন অনুষ্ঠিত হয়ে থাকে। সাধারণত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর 30 থেকে 90 দিনের ভেতরে প্রত্যেকটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে যায়। ফলাফল প্রকাশিত হওয়ার পরে শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফলাফল জানতে আগ্রহী হয়ে থাকে এবং একই সময়ে অনেক শিক্ষার্থী ফলাফল দেখার জন্য বিভিন্ন পদ্ধতি উপায় খুঁজতে থাকে। তবে এই পোস্ট যারা পড়বে তারা সহজেই বুঝতে পারবে কিভাবে মোবাইল ফোনে পরীক্ষার রেজাল্ট দেখে নেওয়া যায় অথবা কিভাবে কম্পিউটারের মাধ্যমে ফলাফল দেখে নেওয়া যায়।

HSC Result 2021: অনলাইনে এইচএসসি রেজাল্ট (জিপিএ গ্রেড পয়েন্ট সহ) জানার নিয়ম

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের এইচএসসি সমমান রেজাল্ট, বোর্ডের রেজাল্ট আর্কাইভ থেকে সহজে অনলাইনে জানা যাবে।

নিচের দুই বোর্ড রেজাল্ট সরবরাহকারী ওয়েবসাইট থেকে এই রেজাল্ট পাওয়া যাবে।

এক. http://www.educationboardresults.gov.bd

এখানে রেজাল্ট দেখতে পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রয়োজন হবে। এখানে পরীক্ষার্থীর প্রাপ্ত মোট জিপিএ ও প্রতিটি বিষয়ের প্রাপ্ত গ্রেড পয়েন্ট জানা যাবে।

দুই. https://eboardresults.com

এই ওয়েবসাইটে শুধু রোল নম্বর দিয়ে পরীক্ষার্থীর রেজাল্ট জানা যাবে। তবে রেজিস্ট্রেশন নম্বর দিলে গ্রেড পয়েন্টের পাশাপাশি পরীক্ষার্থীর প্রতিটি বিষয়ে প্রাপ্ত নাম্বার দেখা যাবে।

অনলাইনে এইচএসসি/আলিম সমমান রেজাল্ট (নাম্বার সহ মার্কশিট) দেখতে চাইলে নিচের প্রতিবেদনটি পড়ুন।

এখানে শুধু পরীক্ষার্থীর রোল নাম্বার জানা থাকলে রেজাল্ট পাওয়া যাবে।

নিচের অনুচ্ছেদে www.educationboardresults.gov.bd ওয়েবসাইট হতে, এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার সচিত্র নির্দেশনা জানুন

HSC Result 2021: রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

এইচএসসির রেজাল্ট জানতে মোবাইল অথবা কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করুন। এরপর নিচের ঠিকানাটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন।

www.educationboardresults.gov.bd

আশা করি নিচের ছবির মত, শিক্ষা মন্ত্রণালয়ের Intermediate and Secondary Education Boards Bangladesh ওয়েবসাইটের হোমপেজে অবস্থান করছেন।

উপরের বোর্ড রেজাল্ট সার্চ পাতাটি ভালোভাবে লক্ষ্য করুন। এখানে পরীক্ষার্থীর পরীক্ষা সংক্রান্ত তথ্য লিখে ও নির্বাচন করে দিয়ে সবশেষে Submit বাটনে ক্লিক করতে হবে।

সঠিক তথ্য দিয়ে রেজাল্ট সার্চ ফরমটি পূরণ করে Submit বাটনে ক্লিক করলে, কিছু সময়ের মধ্যে পরীক্ষার্থীর নিজ রেজাল্ট পরবর্তী পাতায় দেখা যাবে।

আসুন জেনে নিই এইচএসসি রেজাল্ট সার্চ ফরমে কোথায় কোন তথ্য নির্বাচন ও লিখতে হবে।

Examination: এখানে পরীক্ষার্থীর পরীক্ষার নাম নির্বাচন করতে হবে। যেমন- HSC/Alim।

Year: পরীক্ষার বছর নির্বাচন করতে হবে এখানে। যেমন- 2021.

Board: এখানে পরীক্ষার্থীর নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। যেমন- Dhaka. অন্য বোর্ড হলে সেটা নির্ধারণ করতে হবে।

Roll: পরীক্ষার্থীর নিজ রোল নাম্বার ইংরেজী সংখ্যায় লিখতে হবে। যেমন- 123456.

Reg: No: রেজিষ্ট্রেশন নম্বর ইংরেজী সংখ্যায় এখানে লিখতে হবে। যেমন- 12345678.

3 + 4: এখানে যে দুটি সংখ্যা থাকবে তার যোগফল ডান পাশে টেক্সটবক্সে ইংরেজী সংখ্যায় লিখে দিতে হবে। এখানে যোগ করে লিখতে ভুল করা যাবে না।

Submit: সবশেষে উপরোক্ত তথ্যগুলো আবারো চেক করে নিয়ে, Submit বাটনে ক্লিক করুন।

কিছু সময় পর পরবর্তী নতুন পাতায় গ্রেড পয়েন্ট সহ পরীক্ষার্থীর নিজ রেজাল্ট দেখা যাবে।

বিঃ দ্রঃ- এইচএসসি রেজাল্ট প্রকাশের দিন অনেক ভিজিটরের চাপে, রেজাল্ট পেতে কিছুটা সমস্যা হতে পারে। তাই ধৈর্য্য না হারিয়ে কিছু পরপর চেষ্টা করতে থাকুন।

মোবাইলে মেসেজ এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম

খুব সহজেই মাত্র ১ মিনিটে যেকোনো মোবাইলের মাধ্যমে এইচএসসি পরীক্ষার রেজাল্ট আপনি দেখতে পারবেন। যেকোনো অপারেটর থেকে রেজাল্ট দেখার জন্য আপনার মোবাইল অবশ্যই কমপক্ষে তিন টাকা ব্যালেন্স থাকা লাগবে। দেরি না করে চলুন দেখে নিই মোবাইলে মেসেজ করে রেজাল্ট দেখার পদ্ধতি।

রেজাল্ট দেখার জন্য প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখতে হবে।

তারপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ডের নামের প্রথম 3-digit লিখতে হবে। যেমন : আপনার বোর্ড Dhaka হলে DHA লিখতে হবে।

এরপর একটি স্পেস দিয়ে আপনার রোল নাম্বার লিখতে হবে।

এরপর একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার পাশের বছর লিখতে হবে।

সবশেষে 16222 নাম্বারে পাঠিয়ে দিন। উদাহরণ: HSC< Space >DHA <Space> Roll Number <Space> Exam Year

সব তথ্য সঠিকভাবে দিলে ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে আপনার কাঙ্ক্ষিত ফলাফল জানিয়ে দেয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top