Shaheed Police Smrity College admission 2023-24

শহীদ পুলিশ স্মৃতি কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪ | Shaheed Police Smrity College admission 2023-24

শহীদ পুলিশ স্মৃতি কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪ | Shaheed Police Smrity College admission 2023-24

শহীদ পুলিশ স্মৃতি কলেজ এর ১ম শ্রেণির ভর্তির তথ্য ২০২৩

ফর্ম পূরণ সংক্রান্ত তথ্যাবলী

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০১ হতে ২৯ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত ২০২৪ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণিতে (ইংলিশ ভার্সনসহ) অনলাইনে ভর্তি কার্যক্রম চলবে।

                                                          শিফ্ট, সেকশন ও আসন সংখ্যার বিবরণ

                                মিড শিফ্ট – বালিকা                                    মিড শিফ্ট – বালক  
      বাংলা ভার্সন: ৪টি সেকশন, আসন সংখ্যা-২৪০        বাংলা ভার্সন: ৪টি সেকশন, আসন সংখ্যা-২৪০  
                                        English Version (Boys & Girls): Section-1, Seat-50  
শহীদ পুলিশ স্মৃতি কলেজ ভর্তি বিজ্ঞপ্তি

প্রয়োজনীয় তথ্যাদি –

  • ১। যে সকল শিক্ষার্থীর বয়স “জাতীয় শিক্ষানীতি ২০১০” অনুযায়ী ০১ জানুয়ারি, ২০২৪ তারিখে কমপক্ষে ০৬ (ছয়)বৎসর হবে তারা www.spsc.edu.bd ওয়েবসাইটে Online Admission বাটনে ক্লিক করে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
  • ২। প্রতিষ্ঠান হতে সরাসরি ভর্তি ফরম বিতরণ করা হবে না। তবে ভর্তি সংক্রান্ত বিষয়ে ৯:০০-১৩:৩০ ঘটিকা পর্যন্ত (ছুটির দিনব্যতীত) কলেজের হেল্প ডেস্ক হতে প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও সহযোগিতা প্রদান করা হবে।
  • ৩। বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন সনদপত্র ও পুলিশ বিভাগীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে পিতা/মাতার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি ভর্তি আবেদন ফরমের সাথে জমা দিতে হবে।
  • ৪। আবেদনপত্রের মূল্য –
ভার্সনক্যাটাগরিফরমের মূল্যঅনলাইন চার্জমোট
বাংলাসিভিল৩০০৩০৩৩০
বিভাগীয়১৫০৩০১৮০
ইংলিশসিভিল৪০০৩০৪৩০
বিভাগীয়২০০৩০২৩০
শহীদ পুলিশ স্মৃতি কলেজ ভর্তি বিজ্ঞপ্তি

সব স্কুল এর ভর্তি বিজ্ঞপ্তি দেখুন একসাথে: ক্লিক করুন/

৫। লটারি উৎসব –

তারিখ : ০২ ডিসেম্বর ২০২৩, শনিবার

ভেন্যু : কলেজ ক্যাম্পাস

সময় : বাংলা ভার্সন- সকাল ৯:৩০ ঘটিকা (বালিকা) এবং সকাল ১১:০০ ঘটিকা (বালক)

ইংলিশ ভার্সন- বিকাল ১:১৫ ঘটিকা (বালক ও বালিকা)

বিঃ দ্রঃ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

লেনদেন সম্পর্কে তথ্য

১. আপনার একাউন্টে পর্যাপ্ত ব্যলেন্স রাখুন।

২. একটি মাত্র লেনদেনের মাধ্যমে ফর্মের সম্পূর্ণ মূল্য (চার্জ সহ) পরিশোধ করতে হবে ।

৩. ফর্মের মূল্যের (চার্জ সহ) কম/বেশি টাকা প্রদান করলে স্কুল কর্তৃপক্ষ দায়ী নয় ।

৪. কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে, আপনার নাম, কার্ড নম্বর, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সিভিসি নাম্বার, পিন নাম্বার ইত্যাদি ভালভাবে জেনে নিন। প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন।

৫. কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে, আপনার কার্ডের Two Factor Authentication (2FA) সার্ভিস (নির্দিষ্ট ব্যাংকের জন্য প্রযোজ্য) চালু আছে কিনা তা জেনে নিন। প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন।

৬. মোবাইল ব্যাংকের পেমেন্ট অপশন নির্বাচন করে অর্থ পরিশোধ করুন।

৭. আবেদন সংক্রান্ত জটিলতার জন্য 09643 224488-এ নাম্বারে যোগাযোগ করুন ।

৮. পেমেন্ট সম্পূর্ণ হবার পর আবেদনকারীকে SMS এর মাধ্যমে নিশ্চিত করা হবে ।

Apply Link: https://vortibd.com/institute/3

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top