আলিম রেজাল্ট ২০২২

আলিম রেজাল্ট ২০২২ দেখে নিন এখান থেকে – Alim Result 2022

আলিম রেজাল্ট ২০২২ । আলিমে পাসের হার ৯৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ ৪৮৭২

মাদ্রাসা বোর্ড রেজাল্ট ২০২২ । আলিম রেজাল্ট ২০২২ (পরীক্ষা ২০২১) মার্কশীটসহ প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইট www.educationboardresults.gov.bd -এ। আলিম ফলাফল ২০২২ প্রকাশিত হলে মার্কশীট সহ কিভাবে মাদ্রাসা বোর্ড ফলাফল ২০২১/২০২২ দেখবেন তা আজ এই পোস্টের মাধ্যমে আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

আলিম রেজাল্ট ২০২২

আপনি ৫ টি মাধ্যমে আপনার আলিম ফলাফল ২০২২ পেতে পারেন। তবে প্রচুর পরিমান ওয়েব ট্র্যাফিক থাকার কারনে আপনি কিছুটা বিড়ম্বনার শিকার হতে পারেন মাদ্রাসা বোর্ড ফলাফল ২০২২ পাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাকে রেজাল্ট পাবার সকল কার্যকরী মাধ্যম জেনে রাখা অতীব জরূরী।

তাহলে চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক মাদ্রাসা বোর্ড রেজাল্ট ২০২২, আলিম মার্কশীট  সহ পাওয়ার ৫টি ভিন্ন উপায়।

আলিম ফলাফল ২০২২ মার্কশীট সহ (educationboardresults.gov.bd)

মাদ্রাসা বোর্ডর আলিম ফলাফল মার্কশীট সহ দেখার সরকারী ওয়েবসাইটের ঠিকানা হল educationboardresults.gov.bd । এই ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে নিচের নির্দেশাবলী অনুসরণ করুন।

প্রথমে এই www.educationboardresults.gov.bd লিঙ্কে প্রবেশ করুন।

উপরোক্ত ওয়েবসাইট থেকে দেখতে সমস্যা হলে এই ওয়েবসাইটে দেখতে পারেন: http://eboardresults.com/v2/home

প্রথম বক্সঃ HSC/ALIM নির্বাচন করুন।

দ্বিতীয় বক্সঃ বছর হিসেবে ২০২০ নির্বাচন করুন।

তৃতিয় বক্সঃ বোর্ড হিসেবে Madrasah নির্বাচন করন।

চতুর্থ বক্সঃ আপনার Roll লিখুন।

পঞ্চম বক্সঃ আপনার Registration No লিখুন।

ষষ্ঠ বক্সঃ ২ সংখ্যার যোগফল লিখুন।

সব শেষে “Submit” বাটনে ক্লিক করুন

আপনার কাঙ্খিত ফলাফলটি দেখতে পাবেন।

এসএমএস (SMS) এর মাধ্যেম মাদ্রাসা বোর্ড ফলাফল ২০২২ দেখার উপায়

যদি আপনার কোন কারণে স্মার্ট ফোন না থাকে অথবা ইন্টারনেট কানেকশন না থাকে আপনি SMS এর মাধ্যমেও চাইলে আলিম মার্কশীট ২০২২ দেখতে পারেন। SMS এর মাধ্যমে ফলাফল দেখতে নিচের পদ্ধতি অনুসরণ করুন। SMS প্রতি ২.৫৫/- টাকা কাটবে।

প্রথমে আপনার মোবাইল ফোনের Message অপশনে যান।

তারপর লিখুন, Alim<space>MAD<space>HSC Roll<space>2020

এবং সব শেষে 16222 নাম্বারে SMSটি পাঠান।

ফিরতি ম্যাসেজে আপনার ফলাফল পেয়ে যাবেন।

২০২১ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের ৪ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। এ বছর আলিমে ৯৫ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবছর অর্থাৎ ২০২০ খ্রিষ্টাব্দে আলিমে ৪ হাজার ৪৮ জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছিল। রোববার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়।

জানা গেছে, এ বছর মাদরাসা বোর্ড থেকে ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। তাদের মধ্যে ১ লাখ ১ হাজার শিক্ষার্থী পাস করেছে। মহামারি পরিস্থিতিতে নৈর্বাচনিক তিনটি বিষয়ের ছয়টি পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১০ টায় ঢাকার সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ ফল ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ফল ঘোষণা অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top