সাফাভি সম্রাজ্য ★অবস্থা:সম্রাজ্য ★রাজধানী:১.তাব্রিজ ২.কাজভিন ৩.ইসফাহান ★আনুগত্য:ওসমানীয়া খিলাফত(অবাক হবার প্রয়োজন নেই দুবার তারা সনদ গ্রহন ও আনুগত্য স্বীকার করে) ★প্রতিষ্ঠাতা:শাহ ঈসমাইল ★প্রথিষ্ঠা সাল:১৫০১ ★প্রকৃত প্রথিষ্ঠাতা:শাহ আব্বাস(১ম) ★উপাধি:১.শাহেনশাহে ইরান ২.সুলতানই সালাতিন ৩.মহান কিসরা ৪.বারো ইমামের পীর(সবাই এ উপাধি নিত না) ★সবচেয়ে ক্ষমতাবান শাসক:১.শাহ আব্বাস(১) ২.শাহ তাহামাস্প ৩.শাহ ইসমাইল ৪.শাহ সাফি ★সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক:শাহ তাহামাস্প(৫৬বছর) ★শ্রেষ্ঠ শাসনকাল:শাহ আব্বাসের শাসনামল ★সবচেয়ে বড় বিজয়: ১.আক্ককূয়ানূলু ও ওসমানীয়দের যৌথবাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করা। ২.সমরকন্দ বিজয় ৩.ইরাক পুনুরুদ্ধার ৪.ককেশাস পুনুরুদ্ধার ৫.ওসমানীয় সেনাদের পরাজিত করা(আহমেদের সময়) ৬.মধ্য এশিয়া ও ককেশাসে রুশ আগ্রাসন রোধ ★সবচেয়ে বড় পরাজয়: ১.চালদিরানের যুদ্ধ ২.সুলেমানের হাতে ইরাক ও রাজধানীর পতন ৩.৩য় মুরাদের হাতে ককেশাস হাতছাড়া ৪.চতুর্থ মুরাদের হাতে পুনরায় বাগদাদের পতন ৫.রুশদের হাতে ককেশাস ও মধ্য এশিয়ায় পরাজয় ★শত্রু সমূহ:১.ওসমানীয় খিলাফত ২.মুঘল সম্রাজ্য ৩.জার সম্রাজ্য ৪.আফসারিদ সম্রাজ্য ৫.হুতাক সম্রাজ্য ৬.শায়ানবী সালতানাত ৭.শায়বানী খানাত ★মিত্র: ১.মামলুক সালতানাত ২.পর্তুগিজ সম্রাজ্য ৩.মুঘল সম্রাজ্য ৪.ব্রিটিশ সম্রাজ্য ৫.জার সম্রাজ্য ★সবচেয়ে বড় লজ্জা:ওসমানীয়দের ভয়ে তাব্রিজ থেকে প্রথমে কাজভিন ও পরে ইসফাহানে রাজধানী সরিয়ে নেয়া এবং ওসমানীয়দের খলিফা স্বীকৃতি দিতে বাধ্য হওয়া। ★সর্বশেষ শাসক:তৃতীয় শাহ আব্বাস ★বিলুপ্তি:১৭৩৬সাল

সাফাভি সম্রাজ্য এর ঐতিহাসিক রিভিউ

★অবস্থা:সম্রাজ্য

★রাজধানী:১.তাব্রিজ ২.কাজভিন ৩.ইসফাহান

★আনুগত্য:ওসমানীয়া খিলাফত(অবাক হবার প্রয়োজন

নেই দুবার তারা সনদ গ্রহন ও আনুগত্য স্বীকার করে)

★প্রতিষ্ঠাতা:শাহ ঈসমাইল

★প্রথিষ্ঠা সাল:১৫০১

★প্রকৃত প্রথিষ্ঠাতা:শাহ আব্বাস(১ম)

★উপাধি:১.শাহেনশাহে ইরান

২.সুলতানই সালাতিন

৩.মহান কিসরা

৪.বারো ইমামের পীর(সবাই এ উপাধি নিত না)

★সবচেয়ে ক্ষমতাবান শাসক:১.শাহ আব্বাস(১)

২.শাহ তাহামাস্প

৩.শাহ ইসমাইল

৪.শাহ সাফি

★সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক:শাহ তাহামাস্প(৫৬বছর)

★শ্রেষ্ঠ শাসনকাল:শাহ আব্বাসের শাসনামল

★সবচেয়ে বড় বিজয়:

১.আক্ককূয়ানূলু ও ওসমানীয়দের যৌথবাহিনীকে

শোচনীয়ভাবে পরাজিত করা।

২.সমরকন্দ বিজয়

৩.ইরাক পুনুরুদ্ধার

৪.ককেশাস পুনুরুদ্ধার

৫.ওসমানীয় সেনাদের পরাজিত করা(আহমেদের সময়)

৬.মধ্য এশিয়া ও ককেশাসে রুশ আগ্রাসন রোধ

★সবচেয়ে বড় পরাজয়:

১.চালদিরানের যুদ্ধ

২.সুলেমানের হাতে ইরাক ও রাজধানীর পতন

৩.৩য় মুরাদের হাতে ককেশাস হাতছাড়া

৪.চতুর্থ মুরাদের হাতে পুনরায় বাগদাদের পতন

৫.রুশদের হাতে ককেশাস ও মধ্য এশিয়ায় পরাজয়

সাফাভি সম্রাজ্য এর ইতিহাস

শত্রু সমূহ:.ওসমানীয় খিলাফত

.মুঘল সম্রাজ্য

.জার সম্রাজ্য

.আফসারিদ সম্রাজ্য

.হুতাক সম্রাজ্য

.শায়ানবী সালতানাত

৭.শায়বানী খানাত

সাফাভি সম্রাজ্য এর ইতিহাস

মিত্র:

.মামলুক সালতানাত

.পর্তুগিজ সম্রাজ্য

.মুঘল সম্রাজ্য

.ব্রিটিশ সম্রাজ্য

.জার সম্রাজ্য

★সবচেয়ে বড় লজ্জা:ওসমানীয়দের ভয়ে তাব্রিজ থেকে  প্রথমে কাজভিন ও পরে ইসফাহানে রাজধানী সরিয়ে নেয়া এবং ওসমানীয়দের খলিফা স্বীকৃতি দিতে বাধ্য হওয়া।

★সর্বশেষ শাসক:তৃতীয় শাহ আব্বাস

★বিলুপ্তি:১৭৩৬সাল 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top