শিক্ষাবিদ রতন সিদ্দিকীর বাড়িতে হামলা

আজ শুক্রবার (১ জুলাই) দুপুরের পর দেশের প্রথিতযশা নাট্যকার, শিক্ষক, লেখক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যাপক ড. রতন সিদ্দিকীর বাড়িতে দুর্বত্তরা হামলা চালায়। সূত্র জানায়,সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগের অধ্যাপক, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও শিক্ষাবিদ ড. রতন সিদ্দিকী ও তার সহধর্মিণী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদা হকের উপর তার উত্তরাস্থ ৫ নং সেক্টরের বাসায় এ হামলার ঘটনা ঘটে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিন্দার ঝড় তোলার পাশাপাশি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে রতন সিদ্দিকীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। ফেসবুকে জাহিদ বিন মতিন জাহিদ নামে একজন লিখেছেন, লেখক, নাট্যকার, ঔপন্যাসিক অধ্যাপক ড. রতন সিদ্দিকী এবং ফাহমিদা হক কলি, অধ্যাপক, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাস ভবনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অধ্যাপক সিদ্দিকী অসাম্প্রদায়িক চেতনার মননশীল সাহিত্যের এক বাতিঘর। তিনি বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারসহ আরও গুরুত্বপূর্ণ সম্মাননায় অভিষিক্ত। চেতনার প্রদীপ জ্বালিয়ে যাঁর নিরন্তর পথচলা, তাঁর এবং তাঁর পরিবারের উপর এধরণের কাপুরুষোচিত আচরণ এবং হামলা – আমাদের বাঙালীত্বের উপর হামলা বলে বিবেচিত হলো। পুনরায় উল্লেখ করছি, এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং একইসাথে যথাযথ তদন্ত সাপেক্ষে হামলাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করছি।এদিকে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি ও সাধারন সম্পাদক আনিছুর রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top