ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন আর্জেন্টিনার এচেভেরি

ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন আর্জেন্টিনার এচেভেরি

ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন আর্জেন্টিনার এচেভেরি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আলো ছড়িয়েছেন আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার ক্লাউদিও এচেভেরি। এরপরই নজরে আসেন ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর। তবে বার্সেলোনা আগ্রহ প্রকাশ করেছিল সবার আগে। তবে কাতালান ক্লাবটিকে ফাঁকি দিয়ে আর্জেন্টাইন এই তরুণকে দল টানছে ম্যানচেস্টার সিটি।

ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন আর্জেন্টিনার এচেভেরি , দলবদলের খবর সামনে আনার নির্ভরযোগ্য সূত্র হিসেবে খ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তা।

ছয় বছরের চুক্তিতে এচেভেরিকে দলে নিতে তার বর্তমান ক্লাব রিভার প্লেটের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ম্যানচেস্টার সিটি। তবে এখনই ট্রেবলজয়ী ক্লাবটিতে যোগ দিবেন না এই আর্জেন্টাইন। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ধারে রিভার প্লেটেই থাকবেন এচেভেরি। এরপর যোগ দেবেন সিটিতে।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে পেয়েছিলেন হ্যাটট্রিক। আসরে সব মিলিয়ে গোল করেন পাঁচটি। সবমিলিয়ে আলবিসেলেস্তে যুব দলে ২২ ম্যাচে ১২ গোল করেছেন তিনি।

বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি ছাড়াও তাকে দলে পেতে আগ্রহ দেখিয়েছে রিয়াল মাদ্রিদ, পিএসজি, জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলানের মত ক্লাবগুলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top