৭টিঅল্পটাকায়ব্যবসাআইডিয়া (7 Small Business Ideas)

৭টি অল্প টাকায় ব্যবসা আইডিয়া (7 Small Business Ideas)

টি অল্প টাকায় ব্যবসা আইডিয়া (7 Small Business Ideas)

অল্প টাকায় ব্যবসা করা যায়। শুনতে যদিও কিছুটা অন্যরকম লাগছে। কিন্তু, অল্প টাকায় ব্যবসা করে বর্তমানে অনেকেই কোটিপতি হয়ে গিয়েছেন। ব্যবসা জিনিস টা অনেকের স্বপ্ন থাকে। জীবনে একজন সফল ব্যবসায়ী হবে।৭ টি অল্প টাকায় ব্যবসা আইডিয়া

কিন্তু, প্রয়োজনীয় মূলধনের অভাবে অনেকেই সেই স্বপ্ন পূরণ করতে পারেন না। যে কোন একটা ব্যবসা করতে গেলে অনেক মূলধনের প্রয়োজন হয়। এ ধারণাটা আমাদের সবার মনের মধ্যে আছে। তাই, অনেক সময় স্বপ্ন দেখে ও দেখা হয় না। হয় না সেই স্বপ্ন পূরণের পথে আগানো। তবে, ব্যবসা করতে যে অনেক অনেক টাকার  প্রয়োজন এই ধারণাটি ভুল।

আমরা আজকে সে বিষয়টি নিয়েই  আলোচনা করব। খুব অল্প পুজিতে ব্যবসা শুরু করা যায়। পরিশ্রম ও অধ্যবসায় দ্বারা সেই ব্যবসায় সফলতা আসে। আমরা আজকে আলোচনা করব কোন কোন ব্যবসা গুলো কম পুজিতে শুরু করা যায়। চলুন তাহলে দেখে নিই।৭ টি অল্প টাকায় ব্যবসা আইডিয়া

অল্প টাকায় ব্যবসা

. কফি শপ ব্যবসা

কফি একটি জনপ্রিয় পানীয়। আমরা কমবেশি সবাই কফি পছন্দ করে থাকি। আমরা যখন কারও সাথে কোথাও দেখা করার কথা ভাবি তাহলে প্রথমেই আমাদের একটা কফি শপ এর কথা মনে পড়ে। কফি খেতে খেতে অনেকক্ষণ গল্প চলে। কফি শপ এখন আড্ডা দেওয়ার জন্য খুবই পছন্দের একটি জায়গা।

এছাড়া কফি পান করলে শরীরের ক্লান্তি ও দূর হয় তাই কর্মজীবী মানুষরাও কফি খুব পছন্দ করে থাকে। তাই বলা যায় বাংলাদেশের মতো একটু উন্নয়নশীল ও জনবহুল দেশে একটি ভালো জায়গায় একটি ভালো কফি শপ করার আইডিয়া অনেক চমৎকার। কফি শপ অল্প টাকায় ব্যবসা করার জন্য আদর্শ ব্যবসা।

কফি শপ ব্যবসা করতে যা যা প্রয়োজন:

একটি কফি মেকার মেশিন।

কফির কাপ, ওয়ান টাইম গ্লাস হতে পারে।

কফি বানানোর কাঁচামাল, যেমন: কফি, চিনি, দুধ, বরফ ইত্যাদি।

দোকান বা আপনার ভ্রামমান শপের কিছুটা ডেকোরেশন করতে হবে।

৭ টি অল্প টাকায় ব্যবসা আইডিয়া

. ঘরে খাবার তৈরি ব্যবসা

বর্তমান যুগে সবাই কর্মজীবী। নারী পুরুষ সবাই বাইরে কাজ করে থাকেন। এজন্য দেখা যায় অনেক সময় অনেক কর্মজীবী নারীরা ঘরে রান্না করার সময় পান না বা অনেক সময় তাদের বাইরে থেকে খাবার অর্ডার করে আনার ইচ্ছা জাগে।

তাই, বর্তমান প্রেক্ষাপটে ঘরে তৈরি খাবার বিক্রি করা  একটি অন্যতম ব্যবসা হতে পারে অল্প টাকার মধ্যে। ভালো রান্না করতে পারাটা একটা শিল্প। সেই গুণকে কাজে লাগিয়ে খুব সহজেই উপার্জন করা যায়। একটি নির্দিষ্ট মেনু তৈরি করে তার একটা নির্দিষ্ট দাম নির্ধারন করে দিয়ে এই সেবা টি সবার কাছে পৌছে দেয়া যায়।

ঘরে খাবার তৈরি ব্যবসা শুরু করার ধাপ সূমহ:

কি ধরণের খাবার বিক্রি করবেন তা নির্ধারণ করা।

রান্নার নিয়ম-কানুন না জানলে, যুব উন্নয়ন অধিদপ্তর, বিসিক, বা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষন নিতে পারেন

অনলাইনে অর্ডার নেয়ার পদ্ধতি ঠিক করা। এটা হতে পারে, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, অ্যাপ কিংবা ওয়েবসাইট। অনলাইনে ব্যবসা করা যায় কিভাবে? তা, এই লেখা থেকে পড়ে দেখতে পারেন। ঘরে তৈরি খাবার বিক্রি করার অ্যাপ Foodpanda, Foodpeon, Cookups ইত্যাদি।

মালামাল ক্রয় যেমন: রান্নার সামগ্রী, ওভেন, ফ্রিজ, বেন্ডার, ডাইস।

বিস্তারিত জানতে http://nittosongbad,com

. অল্প টাকায় ৎস্য চাষের ব্যবসা

বাঙ্গালিরা মাছ খুব পছন্দ করে থাকে। তাই মৎস্য চাষ হলো কম পুজিতে শুরু করতে পারা আরেকটি ব্যবসা আইডিয়া। বাড়িতে যদি নিজের একটি পুকুর থাকে তাহলে সেখানে খুব কম টাকায় এই ব্যবসাটি শুরু করা যায়। অনেক তরুণ এখন এই ব্যবসা করে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত হয়েছে।

ভাবতে পারেন, এটা অল্প টাকায় ব্যবসা হয় কেমনে? আসলে, আপনি যদি ছোট পরিসরে শুরু করেন তাহলে, খুব কম টাকায় শুরু করতে পারবেন। পড়ে, দেখুন ১৫০ টাকায় মাছ চাষ শুরু করে কিভাবে কোটিপতি হয়েছে।

. চায়ের দোকান ব্যবসা

চা একটি জনপ্রিয় পানীয়। অনেকেই কফি পছন্দ করেন না কিন্তু চা পান করেন না এমন মানুষ পাওয়া মুশকিল। বাংলাদেশের মতো একটি জনবহুল দেশে গলিতে গলিতে চায়ের দোকান দেখা যায়।

কারণ, এদেশের মানুষ চা খুব পছন্দ করেন। কফি শপে অনেক সময় চার্জ বেশি থাকে বলে সবাই যেতে পারে না। সেদিক থেকে চায়ের দোকান খুবই পছন্দসই ও রিল্যাক্সের একটি স্থান। সঠিক স্থান বাছাই করতে পারলে এই ব্যাবসাটি হবে অল্প পুজিতে অনেক লাভজনক একটি ব্যবসা।

. বেকিং অল্প টাকায় ব্যবসা

কেক বা পেস্ট্রি আমরা সবাই পছন্দ করে থাকি। সুস্বাদু একটি খাবার হিসেবে এটি প্রায়ই আমাদের বিকেলের নাস্তায় থাকে। যারা বেকিং ভালো পারেন তারা ঘরে  বসেই এই কাজটি করতে পারেন। এই ব্যবসাটি রিস্ক ফ্রি। এতে টাকা নষ্ট হবার ভয় থাকে না।

বর্তমানে বিভিন্ন কাস্টমাইজ কেকের চাহিদা প্রচুর। যদি ভালো সাড়া পাওয়া যায় আর কাজ শুরু করার পর ভালো লাভ পাওয়া যায় তাহলে পরে পছন্দ মত একটি দোকান নিয়ে কাজ শুরু করা যাবে।

. হারবাল প্রোডাক্ট বিক্রি

রূপচর্চা কমবেশি সবাই করে থাকে। আর খাদ্যাভ্যাস এর কারণে নারী পুরুষ প্রায় সবারই চুল বা ত্বকে নানান সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে হারবাল উপাদান বিক্রি করা  একটি লাভজনক ব্যবসা হতে পারে কম টাকায়। বর্তমান ক্যামিকেল প্রোডাক্টের ভিড়ে সবাই একটু প্রাকৃতিক উপাদান খোজেঁ তাই ভালো পণ্য দিতে পারলে এটি হবে সেরা একটি ব্যবসা।

. পোশাক বিক্রি ব্যবসা

পোশাক বিক্রি হতে পারে অল্প টাকায়  আরেকটি লাভজনক ব্যবসা। বর্তমানে ঘরে বসেই অনেকে বিভিন্ন ধরণের শাড়ি , পাঞ্জাবি, থ্রি-পিছ বিক্রি করে থাকেন। এতে সুবিধা হলো এক সাথে সব জিনিস ঘরে বসেই পাওয়া যাচ্ছে।

এর মধ্যে যদি কিছু পোশাক কাস্টমাইজ করা যায় তাহলে এর চাহিদা আরো বৃদ্ধি পায়। এখন অনেকে পরিবারের সবার এক ধরনের পোশাক চান যেটা অনেক সময় বাজারের বিভিন্ন শপিং মল ঘুরে ও পাওয়া যায়না । সেক্ষেত্রে এই ম্যাচিং পোশাক এর কাজটি যদি রাখা যায় নিজের ব্যবসায় তাহলে ভালো লাভ সম্ভব। আর এই কাজটি বাসায় বসে করা যায় বলে বেশি পুজি ও লাগে না।৭ টি অল্প টাকায় ব্যবসা আইডিয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top