রমজানের দ্বিতীয় জুমায় মুসল্লিদের সমাগমে পূর্ণ বায়তুল মোকাররম

রমজানের দ্বিতীয় জুমায় মুসল্লিদের সমাগমে পূর্ণ বায়তুল মোকাররম

রমজানের দ্বিতীয় জুমায় মুসল্লিদের সমাগমে পূর্ণ বায়তুল মোকাররম

পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমা আজ শুক্রবার (১৫ এপ্রিল)। রহমতের ১০ দিন শেষে মাগফিরাতের তৃতীয় দিন চলছে।

এদিনে কানায় কানায় পরিপূর্ণ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। মসজিদের বাইরেও ছিল মুসল্লিদের উপস্থিতি।

দুপুর ১২টার আগ থেকেই মসজিদে আসতে শুরু করেন মুসল্লিরা। খুতবার আগেই পরিপূর্ণ হয়ে যায় মসজিদ। অনেকে জায়গা না পেয়ে রাস্তায় নামাজ আদায় করেন।

নামাজ শেষে দীর্ঘ মোনাজাতে জাতির রোগ মুক্তি ও মুসলিম দেশগুলোতে শান্তির জন্য দোয়া করেন মসজিদের খতিব মুফতি রুহুল আমিন। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারসহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনেক দূর থেকে বাস, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও বিভিন্ন মাধ্যমে জাতীয় মসজিদে এসে জুমায় অংশ নেন মুসল্লিরা।

অতিরিক্ত গরমের কারণে নামাজ শেষে মসজিদের আশপাশে বিভিন্ন ভবন কিংবা ছায়াযুক্ত স্থানে গিয়ে মুসল্লিরা মোনাজাতে অংশ নেন।

তারা জানান, ঢাকা মসজিদের শহর। প্রতিটা গলিতেই মসজিদ। তবে এখানে অনেক বড় জামাত হয়। এত মানুষের ভিড়ে ভালো মানুষ থাকতে পারে। তাদের উছিলায় আল্লাহ যদি ক্ষমা করে দেন।

আরেক মুসল্লি বলেন, রমজানে জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ। আজকে পরিবারে সুখ-শান্তি ও দেশের মানুষের শান্তির জন্য দোয়া করেছি। দেশের মানুষের কষ্ট যাতে কমে সেজন্য দোয়া করেছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top