ঢাবি সাংবাদিক সমিতির নতুন কমিটিকে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির অভিনন্দন

ঢাবি সাংবাদিক সমিতির নতুন কমিটিকে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির অভিনন্দন

ইয়াসিন আরাফাত।। গত ১৬ মার্চ-২০২২ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন নেতৃত্বে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক আমার সংবাদের স্টাফ রিপোর্টার রাব্বি হোসেন।

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক সাহেদুজ্জামান সাকিব স্বাক্ষরিত একটি প্রেস রিলিজে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে এই অভিনন্দন বার্তা পাঠানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস)। এক যৌথ বিবৃতিতে সতিকসাস সভাপতি সাক্বির আহমেদ ও সাধারণ সম্পাদক রাব্বি হোসেন এই শুভেচ্ছা বার্তা জানান।

বিবৃতিতে সতিকসাস নেতৃবৃন্দ ডুজার নতুন নেতৃত্বের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। সেই সাথে সতিকসাস এবং ডুজার মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আশাবাদ ব্যক্ত করেন। প্রসঙ্গত গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) ডুজার ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে দৈনিক আলোকিত বাংলাদেশের মামুন তুষার এবং সাধারণ সম্পাদক পদে দ্য ডেইলি স্টারের সিরাজুল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছেন।

৯ সদস্যের কমিটিতে সহ-সভাপতি পদে জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আল সাদী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক পদে দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ হাওলাদার, অর্থ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মাহাদী হাসান এবং দফতর সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিবেবদক নাসিমুল হুদা নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন নিউ এজের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ওবায়দুর রহমান সোহান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মহিউদ্দিন মুজাহিদ মাহি ও নিউজ বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মনিরুল ইসলাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top