আজ ৩০ মার্চ উসমানী সাম্রাজ্যের মহান সুলতান মুহাম্মদ আল-ফাতিহ এর জন্মদিন

আজ ৩০ মার্চ উসমানী সাম্রাজ্যের মহান সুলতান মুহাম্মদ আল-ফাতিহ এর জন্মদিন

১৪৩২ খ্রিষ্টাব্দের ৩০ মার্চ জন্মগ্রহণ করেন উসমানী সাম্রাজ্যের মহান সুলতান, ৭ম উসমানী সুলতান, দ্বিতীয় মুহাম্মদ। যিনি মুহাম্মদ আল-ফাতিহ নামেই অধিক পরিচিত।

তার পিতা- সুলতান দ্বিতীয় মুরাদ।

মাতা- হুমা সুলতান।

৩০ মার্চ ১৪৩২ খ্রিষ্টাব্দে তিনি উসমানী সাম্রাজ্যের রুমেলি প্রদেশের “এদিরনে” শহরে জন্মগ্রহণ করেন।

শৈশবকাল থেকেই অভিজ্ঞ শিক্ষকগণের কাছ থেকে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন৷  রাজনৈতিক ও সমরবিদ্যায় তিনি পারদর্শী হয়ে উঠেন। বিশেষত শায়খ আক শামসুদ্দিন (রহ) এর সোহবতে থেকে  ইসলামী জ্ঞান রপ্ত করেন।

কিশোর অবস্থায় ১৪৪৪ থেকে ১৪৪৬ পর্যন্ত প্রথমবার  তিনি উসমানী সাম্রাজ্যের সুলতানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে “আমাসিয়া” প্রদেশের শাসকের দায়িত্ব পালন করেন।

১৪৫১ খ্রিষ্টাব্দে তার পিতা সুলতান দ্বিতীয় মুরাদ মৃত্যুবরণ করলে তিনি পূণরায় উসমানী সাম্রাজ্যের দ্বায়িত্বভার গ্রহণ করেন।

১৪৫৩ খ্রিষ্টাব্দে মাত্র ২১ বছর বয়সে কুসতুনতুনিয়া তথা কনস্টানটিনোপল বিজয় করেন। আর এর মাধ্যমেই প্রিয় নবী (ﷺ) এর ভবিষ্যদ্বাণী বাস্তবায়িত হয়। পতন ঘটে দীর্ঘ এক হাজার বছরব্যাপী শাসন করা শক্তিশালী বাইজান্টাইন সাম্রাজ্যের।

এ বিজয়ে সুলতান দ্বিতীয় মুহাম্মদ “ফাতিহ” ও “কায়সার-ই-রোম” উপাধি লাভ করেন।

এছাড়াও সুলতান মুহাম্মদ আল-ফাতিহ তার শাসনকালে ক্রিমিয়া, সারবিয়া, বসনিয়া, গ্রীস প্রভৃতি অঞ্চল সমূহকে নিজের সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন।

উসমানীয় সাম্রাজ্যের রাজধানী ইস্তানবুলে স্থানান্তর করে এই শহরকে পুনঃনির্মাণ করেন৷

এছাড়াও সাম্রাজ্য বিস্তারের পাশাপাশি অসংখ্য মসজিদ, মাদ্রাসা, মক্তব, দাতব্য চিকিৎসালয় নির্মাণ করেন।

উসমানী সাম্রাজ্য সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তিনি সর্বপ্রথম আইন প্রনয়ণ করেন।

দীর্ঘ ৩০ বছর উসমানী সাম্রাজ্য শাসন করে ১৪৮১ খ্রিষ্টাব্দে তিনি ইন্তেকাল করেন। ইস্তাম্বুলে তাকে সমাহিত করা হয়।

আল্লাহ তা’আলার রহমত তার উপর বর্ষিত হোক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top