Nitto Songbad
ঢাকাThursday , 24 November 2022
  1. biography
  2. english
  3. nitto-arabic
  4. Uncategorized
  5. অন্যান্য
  6. আন্তর্জাতিক
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জানা অজানা
  10. ধর্ম
  11. নিত্য জবস
  12. প্রযুক্তি
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যবসা বাণিজ্য

কে এই সৌদি ফুটবলার ইয়াসির আল-শাহরানি – সৌদি ফুটবলার ইয়াসিরের জীবনী

Link Copied!

কে এই সৌদি ফুটবলার ইয়াসির আল-শাহরানি – সৌদি ফুটবলার ইয়াসিরের জীবনী

ইয়াসির ঘারসান আল-শাহরানি (আরবি: ياسر غرسان الشهراني‎‎, জন্ম: ২৫ মে ১৯৯২) হলেন সৌদি আরবের একজন পেশাদার ফুটবলার, যিনি সৌদি পেশাদার লিগের ক্লাব আল হিলাল এবং সৌদি আরব জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ সালের ৪ঠা জুন, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত সৌদি আরবের ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।

ক্লাব

  • আল হিলাল
  • সৌদি পেশাদার লিগ (১: ২০১৬–১৭
  • সৌদি ক্রাউন প্রিন্স কাপ (২): ২০১৩, ২০১৬
  • কিংস কাপ (২): ২০১৫, ২০১৭
  • সৌদি সুপার কাপ (১): ২০১৫
  • এএফসি চ্যাম্পিয়ন্স লিগ: ২০১৪ (রানার-আপ)

ব্যক্তিগত তথ্য

পূর্ণ নামইয়াসির ঘারসান আল-শাহরানি
জন্ম২৫ মে ১৯৯২ (বয়স ৩০)
জন্ম স্থানদাম্মাম, সৌদি আরব
উচ্চতা১.৭১ মিটার (৫ ফুট ৭ ১⁄২ ইঞ্চি)
মাঠে অবস্থানরক্ষণভাগের খেলোয়াড়

          ক্লাবের তথ্য

বর্তমান দলআল হিলাল
জার্সি নম্বর১২
কে এই সৌদি ফুটবলার ইয়াসির

যুব পর্যায়

২০০৮২০১০      আল-কাদিসিয়াহ

জাতীয় দল

২০১১–২০১২         সৌদি আরব অনূর্ধ্ব-২০    ৪       (১)

২০১২–        সৌদি আরব ৩৬    (০)

  • শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১ নভেম্বর ২০১৭ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
  • জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৩ জুন ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।  

২০২২ কাতার বিশ্বকাপে মারাত্মক চোট পান ইয়াসির

সম্প্রতি কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচে মারাত্মক চোট পান সৌদি আরবের ইয়াসির আল-শাহরানি। চোটের কারণে বিশ্বকাপ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এই ডিফেন্ডারের। দ্রুতই অস্ত্রোপচার করতে হবে তাঁর।

ম্যাচের শেষদিকে আর্জেন্টিনার একটি আক্রমণ ঠেকাতে সামনে এগিয়ে আসেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস। লাফিয়ে উঠে বল ঠেকানও তিনি; কিন্তু এ সময় ইয়াসিরের মুখে খুব জোরে আঘাত হানে আল-ওয়াইসের হাঁটু। আঘাত খেয়ে মাটিতে লুটে পড়েন ইয়াসির। মুখ ভেসে যায় রক্তে। তাৎক্ষণিক স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে।

এক্স-রের পর জানা যায়, ইয়াসির আল শাহরানির চোয়াল এবং মুখের বাঁদিকের হাড় ভেঙে গেছে। ভেতরে রক্তক্ষরণ হওয়ায় তার অস্ত্রোপচারের প্রয়োজন।

সৌদি ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘ইয়াসিরকে রিয়াদের ন্যাশনাল গার্ড হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী কয়েক ঘণ্টার মধ্যে তাঁর অস্ত্রোপচার করা হবে।’