indian visa application bd

ইন্ডিয়ান ভিসার আবেদন কি কি কাগজপত্র লাগে দেখে নিন । Indian Visa Application BD

ইন্ডিয়ান ভিসার আবেদন কি কি কাগজপত্র লাগে দেখে নিন । Indian Visa Application BD

ভারতীয় ভিসা আবেদনের সঠিক নিয়ম জানুন।

আপনার মূল পাসপোর্ট, ভিসার আবেদন দাখিল করার তারিখের আগে থেকে সর্বনিন্ম ৬ মাস মেয়াদী হতে হবে।

পাসপোর্টে অন্তত: দু’টি সাদা পাতা থাকতে হবে। পাসপোর্টের অনুলিপি (দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠা এবং বৈধতার মেয়াদ বাড়ানোর এসডোর্সমেন্ট, যদি থাকে) সংযুক্ত করতে হবে।

রঙ্গিন পোশাকে সাদা ব্যাকগ্রাউন্ডে ২X২ সাইজের ছবি তুলবেন।মনে রাখবেন ছবি যেন ল্যাব প্রিন্টেড হয়।

ছবি তোলার সময় সাদা পোশাক, সাদা ‍টুপি এবং চোখে চশমা পরা যাবে না।

ব্যাংক স্ট্যাট্মেন্ট গত ৬ মাস থেকে ঐদিন পর্যন্ত নিবেন। ব্যাংকে এন্ডিং ব্যালেন্স মিনিমাম ২০ হাজার থাকতে হবে।

আর যদি ডলার এন্ডরসমেন্ট করেন তাহলে মিনিমাম ১৫০ ডলার এন্ডরস করতে হবে। তবে বেশি করা ভাল।

ফর্ম ফিলাপ করে টাকা জমা দেওয়ার আগে অবশই পেপারস গুলো আপনি নিজে ভাল করে চেক করে নিবেন। যেন কোথাও কোন ভুল না থাকে,

তারপর প্রিন্ট করে ফী ৮৪০ টাকা জমা দিয়ে ভিসা সেন্টারে চলে যান। টাকা জমা দেওয়া হয়ে গেলে মোবাইলে একটি ম্যাসেজ পাবেন।

আপনি আপনার যে কোন বিকাশ, মোবাইল ব্যাংকিং একাউন্ট এবং কিছু ব্যাংকের ডেবিট, ক্রেডিট, ভিসা, মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন।

আপনার ফাইল জমা দেওয়ার দিন যে সব পেপারস সাথে নিয়ে যাবেন।

ভিসা আবেদন পত্রের প্রিন্ট কপি।

ভিসা আবেদনে ছবি লাগানো, ২টা স্বাক্ষর করবেন,পাসপোর্টে যেভাবে স্বাক্ষর করা আছে।

জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদের কপি।যেটা দিয়ে পাসপোর্ট করেছেন সেটাই দিবেন।

ব্যাংক স্টেটমেন্ট/ডলার এন্ডরসমেন্ট/ক্রেডিট কার্ড/ট্র্যাভেল কার্ড।

ট্রেড লাইসেন্স/এন ও সি/ স্টুডেন্ট আইডি কার্ডের কপি।

আবেদনকারীর পাসপোর্টের ফটোকপি।

ফ্যামিলি ভিসার ক্ষেত্রে (বাবা/মা, ভাই/বোন অবিবাহিত, স্বামী/স্ত্রী, ছেলে/মেয়ে) যিনি পাসপোর্ট জমা দিতে আসবে তার পাসপোর্টের ফটোকপি সংযুক্ত করতে হবে।

সকল পুরাতন পাসপোর্ট সাথে নিয়ে যেতে হবে।

পুরাতন পাসপোর্ট হারিয়ে গেলে

জিডি কপি,

লস্ট সার্কুলেশন কপি,

এফিডেভিট কপি করে নিয়ে যেতে হবে।

ভারতীয় ভিসা প্রত্যাখান এর সম্ভাব্য কারন সমূহ জেনে নিন: ক্লিক করুন

সকাল সকাল ভিসা সেন্টারে চলে যাবেন কারন কোন ডকুমেন্টস মিসিং থাকলে সময় থাকতেই কালেক্ট করে জমা দিতে পারবেন।

আবেদন জমা দেওয়ার পর একটা রিসিট দিবে সেখানে আপনার পাসপোর্ট কালেকশনের ডেট লেখা থাকবে,

নরমালি ৫-৭ কর্ম দিবসের মধ্যে পেয়ে যাবেন।

ভিসা হয়েছে কিনা সেটা পাসপোর্ট না পাওয়া পর্যন্ত বুঝা যাবে না।

তবে আপনার পাসপোর্ট ডেলিভারির জন্য রেডি আছে কিনা সেটা এখান থেকে দেখতে পারবেনঃ IVAC Website http://www.ivacbd.com/FILLING-UP-ONLINE-VISA-APPLICATION

আপনি কোথায় যাবেন তার উপর নির্ভর করবে আপনি কোন পোর্ট দিয়ে যাবেন।

তবে বাই এয়ার, হরিদাসপুর/বেনাপোল, গেদে/ট্রেন দিয়ে সবাই যেতে আসতে পারবে।

এই পোর্ট গুলা ছাড়া অন্য পোর্ট সিলেক্ট করবেন

কারণ এসব দিয়ে আপনি যেতে পারবেন যে পোর্টই সিলেক্ট করেন না কেন।

মনে রাখবেন আপনার আবেদনপত্র অবশ্যই ৭ দিনের মধ্যে জমা দিতে হবে।

অন্যথায় আপনার আবেদন পত্রটি ৭ দিন পর আইভেক এর সার্ভার থেকে স্বয়ংক্রিয় ভাবে মুছে যাবে,

আর হ্যাঁ অবশই ভিসা ফি পেমেন্ট করার আগে বার বার আবেদনপত্রটি পাসপোর্ট এর সাথে মিল রেখে চেক করে নিতে ভুলবেন না।

লিগালি ১০ হাজার টাকা নিয়ে যেতে এবং আনতে পারবেন।

ভিসার জন্য প্রস্তুতি

বাংলাদেশীদের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৫টি ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। সেগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক ), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এ অবস্থিত।

সব ধরণের ভারতীয় ভিসা ওয়াক-ইন পদ্ধতিতে কোন অনলাইন সাক্ষাতের তারিখ ছাড়া গ্রহণ করা হয়।

বাংলাদেশী পাসপোর্টধারী যারা চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ,  সিলেট বিভাগ, খুলনা বিভাগ ব্যতীত অন্যান্য বিভাগ বসবাস করছে, তারা আইভ্যাক, ঢাকা (যমুনা ফিউচার পার্ক ), আইভ্যাক, / আইভ্যাক, ময়মনসিংহ / আইভ্যাক, যশোর / আইভ্যাক, বরিশাল – এ ভিসার জন্য আবেদন করতে পারে। যেসব পাসপোর্টধারী চট্টগ্রাম বিভাগ এর বাসিন্দা কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া তারা আইভ্যাক, চট্টগ্রাম- এ ভিসার জন্য আবেদন করতে পারে। বাংলাদেশী নাগরিক, যারা রাজশাহী বিভাগে বাস করছে, তারা আইভ্যাক, রাজশাহী/ আইভ্যাক, রংপুর- এ ভিসার জন্য আবেদন করতে পারে।

 যারা সিলেট বিভাগে আওতাভুক্ত বসবাসকারী তারা সিলেট মিশন বরাবর আবেদন করবে।

যারা খুলনা জেলা আওতাভুক্ত বসবাসকারী তারা খুলনা মিশন বরাবর আবেদন করবে।

অন্যান্য বিদেশী নাগরিকরা আইভ্যাক, ঢাকা (যমুনা ফিউচার পার্ক ) এবং সহকারী ভারতীয় হাই কমিশন, চট্টগ্রাম- এ ভিসার জন্য আবেদন করতে পারে।

ভারতীয় ভিসার জন্য আবেদনকারী বাংলাদেশী পাসপোর্টধারীদেরও কোন ভিসা ফি প্রয়োজন নেই।

অন্যান্য বিদেশী নাগরিকদের ভিসা ফি দেওয়া প্রয়োজন যদি না তারা ভারত সরকারের নির্দেশ অনুযায়ী ভিসা ফি পরিশোধের ক্ষেত্রে অব্যাহতি পায়।

Indian Visa Application BD

বাংলাদেশের যেকোন আইভ্যাক এ ভিসার জন্য আবেদন পত্র জমা দেয়ার আগেই আবেদনকারী সকল ব্যক্তিবর্গেরও ভিসা প্রসেসিং ফি (ভিপিএফ) পরিশোধ করতে হবে।

আপনি বাংলাদেশের নাগরিক হয় সত্ত্বেও যদি আপনার কাছে বৈদেশিক পাসপোর্ট থাকে তবে বৈদেশিক পাসপোর্ট দ্বারা ভারতীয় ভিসার জন্য আবেদন করতে হবে

আপনার ভিসার আবেদন প্রত্যাখ্যান হতে পারে যদি আপনি

জীবনের জন্য হুমকীসরূপ কোন রোগে ভোগেন।

মানসিক রোগে ভোগেন এবং চিকিৎসা ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ভারতে ভ্রমণ করেন।

নিজে মাদকাসক্ত বা মাদক পাচার করেন।

অপরাধী বা কোন দেশে কোন অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়ে থাকেন।

কোন দেশ হতে দ্বীপান্তুরিত বা বহিষ্কৃত হয়ে থাকেন।

অপর্যাপ্ত/ অসম্পূর্ণ/ মিথ্যা কাগজপত্র দিয়ে থাকেন।

অবৈধ ভ্রমণ নথির অধিকারী হয়ে থাকেন।

প্রাসঙ্গিক কোন তথ্য গোপন করে থাকেন।

অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে এমন কোন ভিত্তিতে, যা আবেদনকারীকে ভিসার জন্য অযোগ্য হিসাবে পেশ করবে, যার কারণ আবেদনকারীর কাছে মৌখিকভাবে বা লিখিতভাবে লিপিবদ্ধ করে জানানো হবে, এমন কোন কথা নেই।

ভারতে প্রবেশের শর্ত:-

বৈধ ভিসা থাকার পরেও ভারতে আপনার প্রবেশ রধ হয়ে যেতে পারে যদি মিথ্য বিবরণের মাধ্যমে ভিসা অর্জন করা হয় অথবা প্রাসঙ্গিক বিষয় গোপন করা হয়, আপনি সে বিষয়গুলোতে অবগত থাকেন বা না থাকেন।

আপনার আবেদনের দিন ও ভারতে প্রবেশের দিনের মধ্যে পরিস্থিতির কোন পরিবর্তন ঘটলে।

একজন ইমিগ্রেশন অফিসার ভারতে আগমনের সাথে সাথে যে কাওকে মেডিকেল পরীক্ষা করাতে পারে, যদি সে প্রয়োজন বলে বিবেচনা করে।

আপনি অবশ্যই ভারতে কোন চাকরির বা আনুষ্ঠানিক পড়াশোনা/ গবেষণার দায়িত্ব নিতে পারবেন না যদি না কর্মসংস্থান ভিসা বা যথাযথ ভিসা আপনাকে প্রদান করা হয়।

অবস্থানের বৈধ মেয়াদ শেষ হওয়ার মধ্যেই আপনাকে অবশ্যই ভারত ত্যাগ করতে হবে যদি না ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা আপনার অবস্থানের মেয়াদ সম্প্রসারণ করা যায়।

আপনাকে অবশ্যই নিকটবর্তী বিদেশীদের আঞ্চলিক নিবন্ধন অফিস (এফআরআরও)-তে নাম নিবন্ধন করতে হবে, যদি মেডিকেল/মেডিকেল এটেনডেন্ট ভিসা ব্যতীত বাকী সব ধরণের ভিসার ক্ষেত্রে ভারতে আপনার অবস্থান ছয় মাস মেয়াদ অতিক্রম করে। মেডিকেল/মেডিকেল এটেনডেন্ট ভিসার ক্ষেত্রে, ভারতে আগমনের ১৪ দিনের মধ্যে নিকটবর্তী এফআরআরও)-তে নিবন্ধন করা বাধ্যতামূলক। অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে এমন কোন ভিত্তিতে, যা আবেদনকারীকে ভিসার জন্য অযোগ্য হিসাবে পেশ করবে, যা আবেদনকারীর কাছে মৌখিকভাবে বা লিখিতভাবে লিপিবদ্ধ করে জানানো হবে, এমন কোন কথা নেই। কূটনৈতিক/ অফিসিয়াল পাসপোর্টধারী: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত কূটনৈতিক পাসপোর্টধারী / অফিসিয়াল পাসপোর্টধারীগণ এর ভারতে ভ্রমণ করা এবং ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে কোন ভিসা প্রয়োজন হয়না। নিম্মলিখিত শ্রেণীর আবেদনকারীরা অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারে এবং তাদের অনলাইন ভিসার আবেদন ব্যক্তিগতভাবে বা কোন বৈধ প্রতিনিধির মাধ্যমে ভারতীয় হাই কমিশন, ঢাকা-তে কার্যদিবসগুলোতে ১০:০০ ঘটিকা থেকে ১৩:০০ ঘটিকার মধ্যে জমা দিতে পারে। এই আবেদনকারীদের অবশ্যই অনলাইনে একটি সাক্ষাতের দিন ধার্য্য করতে হবে এবং এ ধরণের আবেদনগুলি, যদি হাই কমিশনে আবেদন দাখিল করার তারিখ থেকে আরও পরেও সাক্ষাতের তারিখ পড়ে, তারপরেও গ্রহণ করা হয়ে থাকে।Indian Visa Application BD

পাসপোর্ট বিতরণ: – পাসপোর্ট বিতরণের জন্য টোকেন তারিখের পরে বা পরে টোকেন-র তারিখ সংগ্রহ করা যেতে পারে। টোকেন হারানোর ক্ষেত্রে, আবেদনকারীকে স্থানীয় পুলিশ স্টেশনে সাধারণ ডেইরি করতে হবে। জেনারেল ডেইরি (জিডি) আসল কপি,একটি আবেদন পত্র ও একটি ছবি কাউন্টারে জমা দেওয়ার পর পাসপোর্টটি বিতরণ করা হবে। আবেদনকারীর যদি পরিবার সদস্য (মা, বাবা, ভাই, বোন) পাসপোর্ট সংগ্রহ করতে চায় , তাদের সাথে অবশ্যই তাদের পাসপোর্ট থাকতে হবে।

(১) সরকারী কাজের উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আমলাদের ভারত ভ্রমণ- তাদের আবেদনপত্রগুলোর সাথে অবশ্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক একটি মৌখিক ঘোষণা (নোট ভার্বাল) থাকতে হবে।

(২) বিভিন্ন  দেশের কূটনৈতিক/ অফিসিয়াল পাসপোর্টধারীগণের (অন্যথায় যাদের ভারতে ভ্রমণের জন্য ভিসা অর্জনের প্রয়োজন) অফিসিয়াল কাজের উদ্দেশ্যে ভারত ভ্রমণ- তাদের আবেদনপত্রগুলোর সাথে অবশ্যই নিজ নিজ কূটনৈতিক মিশন কর্তৃক একটি মৌখিক ঘোষণা (নোট ভার্বাল) থাকতে হবে।

Indian Visa Application BD

(৩) জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ব্যক্তিগণের অফিসিয়াল কাজের উদ্দেশ্যে ভারত ভ্রমণ তাদের আবেদনপত্রগুলোর সাথে অবশ্যই নিজ নিজ অফিস কর্তৃক একটি মৌখিক ঘোষণা (নোট ভার্বাল) থাকতে হবে। কোথায় ভিসার জন্য আবেদন করতে হবে? ভারতীয় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, ঢাকা (জেএফপি) জি – এক , দক্ষিণ কোর্ট, যমুনা ফিউচার পার্ক, প্রগতি শরণী, বারিধারা, ঢাকা -২২২9, বাংলাদেশ হটলাইন নম্বর: ০৯৬১২ ৩৩৩ ৬৬৬, ০৯৬১৪ ৩৩৩ ৬৬৬ ই-মেইল:info@ivacbd.com ওয়েবসাইট:www.ivacbd.com আবেদনপত্র গ্রহণের সময়: ০৯:০০-১:০০ ঘটিকা ভিসা প্রসেসিং ফি (আবেদনকারী জন প্রতি): ৮০০/- টাকা পাসপোর্ট ডেলিভারী (নির্দিষ্ট তারিখে): ১৪:০০-১৭:০০ ঘটিকা ছুটির দিন ব্যাতিত।

Indian Visa Application BD

More News: http://nittosongbad.com/bangladesh

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top