bangladesh army

বান্দরবানে সন্ত্রাসীদের হামলার শিকার সেনাবাহিনীর টহলদল – নিহত ৪

বান্দরবানে সন্ত্রাসীদের হামলার শিকার সেনাবাহিনীর টহলদল। এক সেনাসদস্য শহীদ। আহত আরো একজন। সেনাবাহিনীর পালটা হামলায় নিহত তিন সন্ত্রাসী…

বান্দরবা‌নে রুমা জোনের (২৮ বীর) রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সেনা টহল দলের ওপর হামলা চালিয়েছে জেএসএস (মূল দ‌লে) সদস্যরা। এ সময় তাদের গুলিতে এক সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন। সেনা সদস্যদের চালানো পাল্টা গুলিতে জেএসএসের তিন সদস্য মারা গেছে। গুলিতে আরও এক সেনা সদস্য আহত হয়েছেন।

বুধবার (২ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রুমার ব‌থিপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। ঘটনাস্থল থেকে একটি এসএমজি, তিনটি দেশীয় অস্ত্র, ২৮০ রাউন্ড গুলি, সন্ত্রাসীদের ব্যবহৃত পোশাকসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শহীদ সেনা কর্মকর্তার নাম মো. হাবিবুর রহমান। তি‌নি রুমা জোন (২৮) বীর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সি‌নিয়র ওয়া‌রেন্ট অ‌ফিসার ছিলেন। আহত সেনা সদস্যের নাম মো. ফি‌রোজ।ত‌বে নিহত ‌জেএসএস সদস্যদের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, গত সন্ধ্যায় সেনা কর্মকর্তা হাবিবুর রহমা‌নের নেতৃ‌ত্বে রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্প থে‌কে একটি বিশেষ টহল দল পাখই পাড়ায় যায়। সেখানে গিয়ে তারা জান‌তে পা‌রেন ব‌থিপাড়া এলাকার আস্তানায় জেএসএস সদস্যরা অবস্থান কর‌ছেন। প‌রে ব‌থিপাড়ায় গে‌লে সেনা সদস্যদের ওপর গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে জেএসএস সন্ত্রাসীরা। সেনা সদস্যরাও পাল্টা গু‌লি চালা‌ন।  এ সময় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান সিনিয়র ওয়া‌রেন্ট অফিসার হাবিবুর রহমান। আ‌রেক সেনা সদস্য ফিরোজের পায়েও গুলি লাগে। প‌রে ঘটনাস্থল থে‌কে জেএসএসের তিন সদস্যের  লাশ উদ্ধার করা হয়।

পলাতক সন্ত্রাসীদের ধরতে চিরুনী অভিযান শুরু করেছে সেনাবাহিনী।

ছবিতেঃ শহীদ সেনা কর্মকর্তা হাবিবুর রহমান এবং সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, ‘‘জেএসএস সন্ত্রাসীদের একটি দল রুমা উপজেলার বথি পাড়া এলাকায় চাঁদাবাজির জন্য আসবে এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার হাবিবের নেতৃত্বে একটি টহল দল বথি পাড়ার উদ্দেশ্যে গমন করে। রাত সাড়ে ১০ টার দিকে সেখানে পৌঁছালে নিকটস্থ একটি জুম ঘর থেকে সন্ত্রাসীরা তাদের উপর অতর্কিত গুলিবর্ষণ করে। জবাবে সেনা টহল দল পাল্টা হামলা চালালে তিনজন সশস্ত্র জেএসএস সদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এসময় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের গোলাগুলিতে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন এবং সেনা সদস্য ফিরোজ পায়ে গুলিবিদ্ধ হন।’’

তথ্যসূত্রঃ আইএসপিআর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top