আজকের ব্রেকিং নিউজ 24 ঘন্টা – Breaking news Bangladesh news

৬.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আঘাত আফগানিস্তানে

৬.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আঘাত আফগানিস্তানে

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর আরও চারবার আফটার শক অনুভূত হয়। তবে এখনও কোনো হতাহতের খবর জানা যায়নি। খবর ইন্ডিপেনডেন্ট

শনিবার (৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে প্রথম ভূমিকম্পটি আঘাত হানার পরপরই মানুষজন ঘরবাড়ি-দোকানপাট ছেড়ে বেরিয়ে আসে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে।

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর চারবার আফটার শক অনুভূত হয়। এর মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৯।

বশির আহমেদ নামে ৪৫ বছর বয়সী এক বাসিন্দা বলেন, আমরা অফিসে ছিলাম। হঠাৎ ভবনটি কাঁপতে শুরু করে। আমি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এটি ভয়ংকর ছিল।

ইরান সীমান্ত থেকে ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত হেরাত শহর। আফগানিস্তানের সাংস্কৃতিক রাজধানী বলা হয় শহরটিকে। সেখানে প্রায় ১৯ লাখ মানুষ বসবাস করে।

এর আগে গত জুনে দেশটির পাকতিকা প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। এতে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top