ইতিহাসের সর্বোচ্চ দামে ডলার শ্রীলঙ্কায়

ইতিহাসের সর্বোচ্চ দামে ডলার শ্রীলঙ্কায়

চরম অর্থ সংকটের মধ্যে শ্রীলঙ্কার ইতিহা’সে সর্বোচ্চ দামে পৌঁছালো মার্কিন ডলার। শ্রীলঙ্কা’ন মুদ্রার ধারাবাহিক দর’পতনে দেশটিতে এখন এক ডলা’রের দাম দাঁড়িয়েছে তিনশ রুপির বেশি।

লঙ্কান সংবাদমাধ্যম সিলন ডেই’লির খবরে জানা গেছে, বুধবার (৭ এপ্রিল) শ্রীলঙ্কায় এক মার্কিন ডলার বিক্রি হচ্ছে ৩১৯ দশমিক ৯৯ রুপির বিনিময়ে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

লঙ্কান কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মুদ্রা’র ব্যাপক দরপতনের কারণে তারা এক মার্কিন ডলার কিনছে ৩০৯ দশমিক ৩৮ রুপিতে ও বিক্রি করছে ৩১৯ দশমিক ৯৯ রুপিতে।

১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে সব’চেয়ে ভয়াবহ আর্থিক সংকটে ভুগছে দক্ষি’ণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। দেশটির চারদিকে এখন শুধুই হাহাকার। খাবা’রের দাম আকাশচুম্বী। চলছে জ্বালানি তেলের তীব্র সংকট। তেল সংগ্রহের জন্য হাজার-হাজার মানুষ লাইনে ভিড় করছে। পরিস্থিতি সামাল দিতে পেট্রল পাম্পগু’লোতে সেনাবাহিনী মোতায়েন করেছে লঙ্কান সরকার।

কাগ’জের অভাবে স্কুল পর্যায়ের পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে শ্রী’লঙ্কা। কারণ, কাগজ আম’দানির মতো বৈদেশিক মুদ্রা তাদের কাছে নেই। বিদেশি ঋণের ভারে আজ জর্জরিত দ্বীপরাষ্ট্রটি। পরিস্থিতি এমন অবস্থায় ঠেকেছে, তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয়ও মেটা’তে পারছে না। যার ফলে জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়ে’ছে। চালের দাম দাঁড়িয়েছে প্রতি কেজি ২২০ রুপি। বিদ্যুৎ না থাকায় কেরো’সিনের বাতি, কাঠ কয়লার ইস্ত্রি মেশিনে ফিরতে বাধ্য হচ্ছেন লঙ্কান’রা।

চর’ম অর্থসংকটের মুখে ক্ষুব্ধ জনগণ লঙ্কান প্রে’সিডেন্ট গোতাবায়া রাজাপা’কসের পদত্যাগ দাবি করছে। রাস্তায় রাস্তায় শুরু হয়েছে বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে কারফিউ জারি করতে হয়েছে লঙ্কান সরকারকে।

বিশেষজ্ঞদের মতে, শ্রীলঙ্কার এই সংকট রাতারাতি তৈরি’ হয়নি। বহু বছর ধরে একের পর এক অলাভজনক মেগা প্রকল্পে অর্থা’য়ন আর অদূরদর্শী নেতৃত্বের কা’রণেই এমন ঘোর বিপদে প’ড়েছে দক্ষিণ এশীয় দেশটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top