সরকারি স্কুল ভর্তি সার্কুলার ২০২৩ – Govt School Admission Circular 2023

সরকারি স্কুলে ভর্তি ২০২২: দেশের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৩ শিক্ষাবর্ষের ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির অনলাইন আবেদন ফরম পূরণ, লটারির রেজাল্ট ও ভর্তির সময়সূচি সম্পর্কে জানুন।

সরকারি-বেসরকারি স্কুলে ১ম-৯ম শ্রেণির ভর্তি নীতিমালা ২০২২, আবেদন ফরম পূরণের সময়সূচি

২০২২ খ্রিষ্টাব্দের দেশের মাধ্যমিক সরকারি-বেসরকারি স্কুলের ভর্তি নীতিমালার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তির তথ্য মতে, প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি জন্য শিক্ষার্থী লটারির মাধ্যমে নির্বাচন করা হবে।

বিগত বছরের ন্যায় ২০২৩ শিক্ষাবর্ষে অনলঅইন লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তির করা হবে। অনলাইন ভর্তির  আবেদন ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে ৬ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

বেশ কয়েক বছর থেকে একই নিয়মে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হচ্ছে। আবেদন গ্রহণ সম্পন্ন হলে ১০ ডিসেম্বর তারিখে লটারির রেজাল্ট প্রকাশ করা হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রকাশিত সরকারি-বেসরকারি স্কুলের ভর্তির নীতিমালা অনুসারে শিক্ষার্থীর ভর্তির বয়স নির্ধারণ করা হবে।

ভর্তি নীতিমালার তথ্য অনুসারে, ১ম শ্রেণিতে কোন একজন শিক্ষার্থীকে ভর্তি হলে হলে তার বয়স ৬ বছরের বেশী হতে হবে। ভর্তির বয়সের উদ্ধ সীমা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নির্ধারণ করবে বলে জানা গেছে।

বেসরকারি স্কুল ভর্তি ২০২২ (৬ষ্ঠ-৯ম শ্রেণি): লটারির রেজাল্ট ও ভর্তির সময়সূচি

২০২২ খ্রিষ্টাব্দের সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি আবেদন ভর্তির সময়সূচি

২০২২ খ্রিষ্টাব্দের সরকারি-বেসরকারি স্কুল ভর্তি আবেদন গ্রহণ করা হবে অনলাইনে। বরাবরের মতো টেলিটক এই আবেদন প্রক্রিয়া গ্রহণ ও লটারির ভিত্তিতে ফলাফল প্রকাশ করবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর থেকে অনলাইনে সারাদেশের সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু হবে। আর ভর্তির এই আবেদন ফরম পূরণ করা যাবে ৬ ডিসেম্বর  ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

সরকারি স্কুলের ভর্তি লটারির রেজাল্ট প্রকাশ করা হবে ১০ ডিসেম্বর তারিখে। আর বেসরকারি স্কুলের লটারির ফলাফল ১৩ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখে প্রকাশ করা হবে।

অনলাইনে ভর্তি আবেদন ও লটারির রেজাল্ট পাওয়ার ঠিকানা: http://gsa.teletalk.com.bd

সরকারি স্কুলের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন নিচের যুক্ত শিক্ষা অধিদপ্তরের ভর্তি নীতিমালা থেকে।

আরো দেখুন:

২০২২ সালের সরকারি ছুটির তালিকা (বাংলাদেশ ক্যালেন্ডার)

সরকারি ছুটির তালিকা ২০২৩ বাংলাদেশ সরকারের ক্যালেন্ডার pdf

২০২২ সালে মাউশি নির্ধারিত সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির বয়স

সরকারী নিয়ম অনুসারে, স্কুলের এন্ট্রি শ্রেণিতে অর্থাৎ ১ম শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থীরা বয়স হতে হবে ৬ বছরের বেশী। সে হিসাবে পরবর্তী প্রতি শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ন্যূনতম বয়স হিসাব করতে হবে।

জাতীয় শিক্ষা নীতি ২০১০ এর আলোকে শিক্ষার্থী ভর্তির ন্যূনতম বয়স নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

সরকারি স্কুলে ভর্তির বয়স ২০২৩ (১ম-৯ম শ্রেণির ভর্তির বয়সসীমা)

মাধ্যমিক স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ PDF : আবেদন ফরম পূরণ ও লটারির নীতিমালা

লক্ষ্য করুন: ২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ১৪ নভেম্বর ২০২২ খ্রি. তারিখে, ভর্তির নীতিমালা বা বিজ্ঞপ্তির পিডিএফ কপি প্রকাশ করা হয়েছে।

নিচের যুক্ত ভর্তি নীতিমালা হতে ভর্তি সম্পর্কীয় বিভিন্ন তথ্য জানা যাবে। এছাড়া অনলাইনে ভর্তি আবেদনের পদ্ধতি ও লটারির প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক স্কুল ভর্তির বিজ্ঞপ্তি দেখুন।

২০২২ সালের সরকারি স্কুলে ভর্তি অনলাইনে ফরম পূরণের নিয়ম

২০২৩ শিক্ষাবর্ষের সরকারি স্কুল সমূহের ভর্তি বিজ্ঞপ্তির নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে হবে। এরপর টেলিটকের প্রি-পেইড মোবাইল এসএমএস এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

শুধুমাত্র অনলাইনে ভর্তির জন্য আবেদন করা যাবে।স্কুলে ভর্তি ফরম পাওয়া যাবে না বলে ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবেদনের ঠিকানা: http://gsa.teletalk.com.bd

সঠিক তথ্য ও ডকুমেন্ট দিয়ে অনলাইনে ফরম পূরণ করে সাবমিট করলে ইউজার আইডি পাওয়া যাবে। আর এই ইউজার আইডি দিয়ে মোবাইল এসএমএস এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

অনলাইন আবেদন ফি- ১১০/= (এক শত দশ) টাকা।

ভর্তি আবেদনের সঠিক পদ্ধতি ও প্রয়োজনীয় ডকুমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে নিচের যুক্ত বিজ্ঞপ্তি পড়ুন।

Govt School Admission Circular 2023 will be published shortly on gsa.teletalk.com.bd. All students are required to fill up a vacant seat. So, when the Govt School Admission Circular is released by the authority, we will update here at gsa.teletalk.com.bd is publishing the Government School Circular as the official website. However, you can also find the Govt School Notice of admittance, application process, admission test date, distribution marks and other information on our website.

Govt School Admission Circular 2023

The Authority of Director of Secondary & Higher Education released Govt School Admission Circular and application form fill up the information for government school classes 1, 2, 3, 4, 5, 7, 8 and 9 entry examinations circular 2023. Also, the Government School Admission result will be found here at the end of the application deadline. For class 1, the age limit for students is 5 to 7 years as of 1 January 2023. Govt School Admission Circular district & upazilla based schools Include the Dhaka Mahanagar, among others.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top