ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তিতে কমছে আসন, থাকছে না ঘ ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তিতে কমছে আসন, থাকছে না ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)  শিক্ষার মান বাড়াতে এবার ভর্তিতে আসন ১ হাজার ৪০টি কমাচ্ছে  বিশ্ববিদ্যালয় প্রশাসন। চলতি বছর থেকেই ভর্তি পরীক্ষায় থাকছে না ঘ ইউনিটও। তবে, বিভাগ পরিবর্তনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা, জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়া শুরু হয়েছে।

ঢাবির  উপ-উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল মঙ্গলবার বলেছেন, বিশ্ববিদ্যালয়ে স্নাতকে বিদ্যমান ৭ হাজার ১২৫ আসনের মধ্যে ১ হাজার ৪০টি আসন কমিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ৬ হাজার ৮৫ টি আসনে নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে।

এর মধ্যে ৪৪টি বিভাগ ও ইনস্টিটিউটে আসন কমছে। বাড়ছে ১৫টি বিভাগে। আর বাকি ২৬টিতে আসন অপরিবর্তিত থাকছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, অপরিকল্পিতভাবে খোলা হয়েছিল কিছু বিভাগ। সেই সঙ্গে অনেক বিভাগেই সক্ষমতার চেয়ে অনেক বেশি শিক্ষার্থী ভর্তি করানো হতো। মানসম্মত শিক্ষা নিশ্চিতেই এই সিদ্ধান্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের চাহিদার আলোকে ডিনস কমিটির প্রস্তাবের পর সোমবার সাধারণ ভর্তি কমিটির সভায় এই সংখ্যক আসন কমিয়ে আনার সুপারিশ করা হয়।

ভর্তি কমিটির এই সুপারিশ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের আসন্ন সভায় আলোচনার পর চূড়ান্ত হবে।

আসন সংখ্যা পুনঃনির্ধারণের ক্ষেত্রে অধিকাংশ বিভাগ ও ইনস্টিটিউটে আসন সংখ্যা কমলেও কোনো কোনোটিতে আবার বাড়ছে।

সূত্র: independent24

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top