চেক ডিসঅনার সংক্রান্ত মামলার নিয়ম-কিভাবে চেকের মামলা করবেন?

চেক ডিসঅনার সংক্রান্ত মামলার নিয়ম-কিভবে চেকের মামলা করবেন?

চেক ডিসঅনার সংক্রান্ত মামলার নিয়ম-কিভবে চেকের মামলা করবেন?

  N.I Act (নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের)মামলা এবং অন্যান্য:

যেভাবে মামলা করতে হবেঃ

সাধারণত NI Act মামলা একজনের পক্ষে আরেকজন করতে পারেন না। যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চেক দেয়া হয়েছে কেবল তিনিই মামলা করতে পারেন। তবে, Power of Attorney মাধ্যমে দ্বিতীয় কেউ চেক হোল্ডার বা বাদীর পক্ষ হয়ে মামলা পরিচালনা করতে পারেন।

মামলা করার ক্ষেত্রে তারিখ খুব গুরুত্বপূর্ণ, চেক ডিজঅনার হওয়ার ৩০ দিনের মধ্যে আইনি নোটিশ পাঠাতে হয়। নোটিশ পাঠিয়ে ৩০(অর্থাৎ নোটিশে উল্লেখিত) দিন অপেক্ষা করতে হয়। এরপর নোটিশের সময় শেষ হওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে মামলা করতে হয়। যে আদালতে মামলা করতে হবেঃ ম্যাজিস্ট্রেট আদালতে(ম্যাট্রোপলিটান এলাকা হলে সি এম, এম আদালতে) মামলা দায়ের করতে হয় তবে বিচারের ক্ষমতা দায়রা আদালতের।

এ ধরনের মামলা দায়ের করতে যেসব তথ্য-উপাত্ত প্রয়োজন হয়ঃ

  • চেক প্রদানকারীর নাম,
  • চেক প্রদানের বা লেখার তারিখ,
  • চেক ডিজঅনার হওয়ার তারিখ,
  • ব্যাংক, ব্যাংকের শাখার নাম, হিসাব নম্বর, চেক নম্বর ও টাকার পরিমাণ,
  • চেক ডিজঅনার হওয়া ব্যাংকের নাম, শাখা, তারিখ ইত্যাদি,
  • চেক ডিজঅনার অর্থাৎ যেকারণে চেক ডিজঅনার হয়েছে ব্যাংক প্রদত্ত স্লিপ।
  • কোম্পানী বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে চেক দেয়া হয়ে থাকলে ইস্যুকারী কর্মকর্তার নাম, পদবী ও প্রতিষ্ঠানের নাম। যে কারণে চেকটি ডিজঅনার করা হয়েছে।
  • চেক ডিজঅনার হওয়ার কথা জানিয়ে নোটিশ পাঠানোর প্রমাণ এবং নোটিশ ফেরত এসে থাকলে ফেরত আসার তারিখসহ অন্যান্য তথ্য,চেক-লেনদেনের তথ্য।

আপীলঃ

একাউন্টধারী চেকে উল্লিখিত অর্থের ৫০% পরিশোধ করতে সক্ষম  না হলে আপীল করা যায় না।

জেনে রাখা ভালো-

নির্ধারিত সময়ের মধ্যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের(NI Act-এর) অধীনে মামলা দায়ের

করতে না পারলে দন্ডবিধির ৪০৬ এবং ৪২০ ধারা অনুসারে ফৌজদারী মামলা দায়ের করা যায়।

তবে এক্ষেত্রে টাকা ফেরত পাওয়ার সুযোগ নেই। দোষী সাব্যস্ত হলে ৭ বছর পর্যন্ত কারাদন্ড এবং জরিমানা হতে পারে।

NI_Act এর ১৩৮ ধারার মামলা :

১) চেকে উল্লেখিত তারিখের ৬ মাসের মধ্যে চেক ডিজঅনার করাতে হবে।

২) চেক ডিজ অনার করার ৩০ দিনের মধ্যে আসামী বরাবরে লিগ্যাল নোটিশ দিতে হবে। 

৩) আসামী নোটিশ প্রাপ্তির বা নোটিশ প্রদানের ৩০ দিনের মধ্যে টাকা প্রদান না করলে ,  পরবর্তী ৩০ দিনের মধ্যে আমলী ম্যাজিষ্ট্রেট  আদালতে মামলা দায়ের  করতে হবে। 

৪) বিচার  দায়রা আদালতে হবে।

৫) শাস্তি : সর্বোচ্চ ১বছর পর্যন্ত  কারাদণ্ড, বা  চেকে

ডিজঅনার হওয়ার ৩০দিনের মধ্যে চেক

দাতাকে ১৩৮ ধারায় লিগ্যাল

নোটিশ প্রেরণ করতে হবে।

নোটিশের মেয়াদ শেষ হওয়ার ৩০দিনের মধ্যে

সংস্লিষ্ট কোর্টে মামলা দায়ের করতে হয় ।

চেক ডিসঅনার সংক্রান্ত মামলার নিয়ম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top