কোন দেশটি ধনী থেকে গরীব হয়ে গেছে দেখে নিন

কোন দেশটি ধনী থেকে গরীব হয়ে গেছে দেখে নিন

কোন দেশটি ধনী থেকে গরীব হয়ে গেছে দেখে নিন

প্রথম দেশটির নামই বলা চলে- দেশটির নাম ইরাক।

বিংশ শতাব্দীর পূর্বে ইরাক ছিল খুবই উন্নত একটি দেশ, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং শক্তিশালী অর্থব্যবস্থা ছিল। ইরাকের রাজধানী বাগদাদ ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত ও সমৃদ্ধশালী শহর। সে সময় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের চেয়েও ইরাক অনেকগুণ উন্নত ছিল। একটি ধর্মনিরপেক্ষ ও শান্তিপূর্ণ দেশ ছিল।

দেশটির ছিল উচ্চ মানের জিডিপি পার ক্যাপিটা, তার সাথে ছিল অতি উন্নত মানের স্বাস্থ্যব্যবস্থা।

সমস্ত পৃথিবী ইরাকের অনুকূলে ছিল। প্রতিবেশীর দেশগুলির সঙ্গে ভালো সম্পর্ক ছিল। এরপর সময় আসে ১৯৭৯ সাল, সাদ্দাম হোসেন সৌরতান্ত্রিক শাসক হিসেবে ইরাকের দায়িত্ব গ্রহণ করে।

সাদ্দাম হোসেন ক্ষমতায় আসার পর প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে এক ভয়ানক যুদ্ধ শুরু করে দেন। দীর্ঘ্য আট বছরের চলমান যুদ্ধে ইরাকের অর্থনৈতিক ব্যবস্থাকে ভয়ানকভাবে পুঙ্গ করে দেয়।

পরবর্তীতে ১৯৯০ সালে ইরাক কুয়েতকে আক্রমণ করে সর্বশেষ ভরসার সর্বনাশ করে দেয়। এবং বাকি কাজটা ২০০৩ সালে আমেরিকান সেনাবাহিনীর হাতে হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top