মোবাইল এর মাধ্যমে টাকা আয় করার উপায় - জেনে নিন

মোবাইল এর মাধ্যমে টাকা আয় করার উপায় – জেনে নিন

মোবাইল এর মাধ্যমে টাকা আয় করার উপায় – জেনে নিন

খুবই সুন্দর প্রশ্ন করেছেন। প্রতিদিন অন্তন ৩৫ টাকা ইনকাম করা কোন ঘটনাই না। আমি আপনাকে যে প্লাটফর্মটির নাম বলবো সেখানে আপনি প্রতিদিন ১০০ টাকা থেকে হাজার টাকাও ইনকাম করতে পারবেন। তবে হ্যা অব’শ্যই সেটা আপনার কাজের উপর নির্ভর করবে।

প্লাটফর্মটির নাম হলো স্টক ফটোগ্রফি। জ্বী হ্যা, অনলাইনে ছবি বিক্রি করার প্লাটফর্মটির কথাই বলছি।

প্রথমেই বলে নিই আমি কেন আপ’নাকে স্টক ফটোগ্রাফির কথা বলছি। যেহেতু আপনি দিনে অন্তত ৩৫ টাকা ইনকামের কথা বলছেন। তার মানে আমি ধরে নিচ্ছি আপনি অল্প পরিশ্রম এবং অল্প সময় ব্যয় করতে চাচ্ছেন।

আর তাই আমি আপনাকে অনলাইনে ছবি বিক্রির কথা বলছি। তবে একটি কথা, সেটা হলো এই প্লাটফর্মে কাজ কর’তে হলে আপনাকে অবশ্যই ফটোগ্রাফি ভালো বাসতে হবে। কেননা, আপনি যদি ছবি তুলতে পছন্দ না ক’রেন তাহলে কখনই এই প্লাটফর্ম থেকে অর্থ উপার্জন করতে পারবেন না।

আরো একটি মজার বিষয় হলো, অনলাইনে ছবি বিক্রির জন্য আপনার কোন ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন হবে না। এখানে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে তোলা ছবি অনলাইনে বিক্রি করেই ভালো পরিমান অর্থ উপার্জন করতে পারবেন।

আমি নিজেও একজন মোবাইল ফোন ফটোগ্রাফার। এবং আমার স্টক ফটোগ্রাফি সাইট গুলোতে আপলোডকৃত সকল ছবিই মোবাইল দিয়ে তোলা। আমি Xiaomi Poco F1 ফোন ব্যবহার করি। এবং আপনাকে ও কমপক্ষে ভালো ক্যামেরা যুক্ত একটি মোবাইল ব্যবহার করতে হবে।

অনলাইনে মোবাইলের ছবি বি’ক্রি করার অনেক ওয়েবসাইট রয়েছে। আর এই সাইট গুলোকে মূলত স্টক ফটোগ্রাফি সাইট বলা হয়।

জনপ্রিয় কিছু স্টক ফটোগ্রাফি সাইট গু’লো হলো, Shutterstock, Adobe stock, Istock, Dreamstime, Bigstock ইত্যা’দি। অমি নিজেও 4/5 টি স্টক ফটোগ্রাফি সাইটে কাজ করেছি এবং এখনো ক’রছি তবে এখন পর্যন্ত কেবল মাত্র Shutterstock থেকে পেমেন্ট পেয়েছি।

অন্য সাইট গুলো থেকে পেমেন্ট না পাওয়ার কা’রণ হল সেখানে বিক্রির পরিমাণ খুবই কম এবং ন্যূনতম পরিমা’ণ অর্থ উপা’র্জন করতে না পারলে তা উত্তোলন করা যায় না। তবে Shutterstock এ আপনি ৩৫ ডলা’র হলেই সেখান থেকে অর্থ উত্তোলন করতে পারবেন।

মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করার ১৭টি সহজ উপায়-

অনলাইন ইনকাম মোবাইল দিয়ে ২০২২ (Online Income With Mobile)

১. ইউটিউব

২. ওয়েবসাইট/ব্লগিং দ্বারা অনলাইন ইনকাম মোবাইল দিয়ে

৩. ফেসবুক পেইজ

৪. ফ্রিল্যান্সিং করে অনলাইন ইনকাম মোবাইল দিয়ে

৫. মোবাইল  ফটোগ্রাফ  বিক্রি

৬. অনলাইন  টিউশন

৭. ই-কমার্স

৮. রিসেলিং

৯. পুরাতন পণ্য বিক্রি

১০. ক্রিপটোকারেন্সি ট্রেডিং

১১. Instagram থেকে আয়

১২. Microwork সাইট থেকে আয়

১৩. Webtalk থেকে আয়

১৪. PTC সাইট থেকে আয়

১৫. ইনভেস্টমেন্ট সাইট থেকে আয়

১৬. বিভিন্ন অ্যাপস থেকে ইনকাম

১৭. অনলাইন জব মোবাইল দিয়ে

মোবাইল এর মাধ্যমে টাকা আয় করার উপায় – জেনে নিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top