Ramadan Calendar 2022

রমজানের সময়সূচি ২০২২। রমজানের ক্যালেন্ডার ও তাৎপর্য-Ramadan Calendar 2022

রমজানের সময়সূচি ২০২২। রমজান মাসের তাৎপর্য ও ক্যালেন্ডার 2022 – Ramadan Calendar 2022 :- ২০২২ সালের রমজানের সময়সূচি । রমজান মাসের ক্যালেন্ডার 2022! আপনারা যারা রমজানের সময়সূচী, রমজান কবে শুরু হবে এবং রমজানের ক্যালেন্ডার সম্পর্কে জানতে চান তাদেরকে এই পোষ্টে স্বাগতম। আমরা আজকে ২০২২ সালের রমজানের সময় সূচি নিয়ে বিস্তারিত আলোচনা করব।

রমজান বা রোজা ইসলামের তৃতীয় স্তম্ভ ও ফরজ একটি ইবাদত যা হিজরী কেলেন্ডার অনুযায়ী নবমতম ‘রমজান’মাস ব্যাপি পালিত হয়ে থাকে। হিজরী সনের মাসগুলো মূলতঃ চাঁদ দেখার উপর নির্ভরশীল বিধায় কোন মাস কবে শুরু হবে তা আগে থেকে বলা অনেকটা দুরুহ। তবে আধুনিক বিজ্ঞান ও জৌতিশাস্ত্রের কল্যানে এখন অনেক আগেই বলা সম্ভব কবে উদিত হচ্ছে রমজানের চাঁদ কিংবা কবে উদিত হবে ঈদুল ফিতর বা শাওয়াল মাসের চাঁদ। যা আগামী ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫ এমনকি ২০২৬ সাল পর্যন্ত নতুন চাঁদের জন্ম ও বিভিন্ন পক্ষগুলো হিসেবে করে রেখেছে। আমার আজকে আলোচনা করব ২০২২ সালের রমজান কোন মাসের কত তারিখে হবে, শবেবরাত ২০২২ এবং ঈদুল ফিতর ২০২২ কবে তা নিয়ে।

রমজান ২০২২ কোন মাসের কত তারিখে হবে?

আমরা জানি হিজরি সনের মাসগুলো সাধারণত চাঁদ দেখা সাপেক্ষে গণনা শুরু করা হয়ে থাকে যার ফলে আরবি ক্যালেন্ডার বাংলা বা ইংরেজি সনের ক্যালেন্ডারের মত আগে থেকেই ঘোষণা করে দেয়া সম্ভব হয় না। এছাড়া হিজরি সনের মাসগুলো ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। ইসলাম ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান পালন মূলতঃ হিজরি সনের গননার উপর নির্ভর করতে হয় বিধায় বাংলাদেশসহ অন্যান্য অঞ্চলের দেশগুলোর সরকারি ছুটির ক্যালেন্ডার তৈরির সময় আনুমানিক দিন গণনায় মাসের হিসেবে করে সম্ভাব্য তারিখে শবেবরাত, রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে মেরাজসহ অন্যান্য দিবসকে নির্দিষ্ট করা হয়ে থাকে।

রমজানের সময়সূচি ২০২২- Ramadan Calendar 2022

আরবি ক্যালেন্ডারের মাসগুলো  সাধারণত পূর্ণ হয় ২৯ বা ৩০ দিনে সে হিসেবে আরবি বৎসর গণনা করা হয়ে থাকে ৩৫৫ বা ৩৬৫ দিনে। এদিকে, বংলা বা ইংরেজি বছরগুলো ৩৬৫ দিনে হয়ে থাকে বিধায় প্রতি বছর ইসলামি আচারগুলো (শবেবরাত, রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে মেরাজসহ অন্যান্য দিবস) ১০ থেকে ১১ দিন করে এগিয়ে যায়। উদাহরণ হিসেব আমরা যদি পূর্ববর্তী বছরের রোজা শুরু হওয়ার তারিখগুলো খেয়াল করি তবে দেখতে পাই যে, ২০২০ সালের পহেলা রমজান বা রোজা শুরু হয়েছে ২৫ এপ্রিল এবং ২০২১ সালের পহেলা রমজান শুরু হয় ১৪ এপ্রিল তারিখে। উপরের হিসেব মোতাবেক আমরা বলতে পারি যে 2022 সালের রোজা শুরু হচ্ছে এপ্রিল মাসেই। তবে পহেলা রমজান 2022 এর তারিখ কবে হতে তার জন্য আমাদেরকে যেতে হবে চাঁদের হিসাব গণনাকারী বা জৌতিশাস্ত্রের বিভিন্ন ওয়েবসাইট-এ।

মুনপেইজ বা মুনসাইট এর হিসেব মতে হিজরি সন ১৪৪৩ বা ২০২২ সালের পবিত্র শাবান মাসের চাঁদ শেষ হবে মার্চ  ২০২২ মাসের ৩১ তারিখে এবং রমাদান মাসের চাঁদের জন্ম হবে ১ এপ্রিল ২০২২ তারিখে। পহেলা এপ্রিল নতুন চাঁদের জন্ম হলেও ঐ তারিখে চাঁদ পৃথিবী হতে দেখা যাবে না এবং পরদিন চাঁদের বয়স ১.২০ দিন হলেও তা মাত্র ২ শতাংশ চঁন্দ্রাকৃতির হবে। যেহেতু বাংলাদেশসহ ভারত উপমাহাদেশের দেশগুলো মধ্যপ্রাচ্য,  ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের একদিন পরে ইসলামি আচারগুলো (শবেবরাত, রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে মেরাজসহ অন্যান্য দিবস) পালন করে থাকে সে হিসেবে রমজান ২০২২ বাংলাদেশ-এ শুরু হচ্ছে ৩ এপ্রিল ২০২২ তারিখে।

রমজানের রোজা পালন সম্পর্কে

রমজানের রোজা পালন সম্পর্কে

আল্লাহ তাআলা  পবিত্র কুরআন এ বলেছেন, “হে মুমিন সকল! তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার । ” (সূরা বাকারা-১৮৩)

রমজান 2022

মুনগেইন্ট ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে আমরা দেখতে পাই যে, পহেল এপিল ২০২২ তারেখে হিজরী ১৪৪৩ সনের রমজান মাসের চাঁদের জন্ম হলেও তা পৃথিবী হতে দেখা যাবে না তবে ২ এপ্রিল তা ২ শতাংশ দেখা যাবে। সে হিসেবে পহেলা রমজান 2022 বাংলাদেশ ব্যাতীত অন্যান্য দেশে পালিত হবে ২ এপ্রিল এবং বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে পালিত হবে ৩ এপ্রিল ২০২২ তারিখে।

প্রতি এক বছর পর পর রমজান মাস আসে । তাই প্রত্যক মুসলিম এই মাসে সাওম পালন করেন । সাওম পালন করা প্রত্যক মুসলাম এর উপর ফরজ । সাওম এর অর্থ রোজা পালন করা ।

রমজান মাসের ক্যালেন্ডার বা রোজার সময়সূচি ২০২২

অবশ্যই চাঁদ দেখা সাপেক্ষে রমজান মাস ও রোজা শুরু হয়ে থাকে।

রমজান ২০২২ কোন মাসের কত তারিখে হবে?

অনুমানিক, ১৪৪৩ হিজরি ১ রমজান ২০২২ সালের এপ্রিল মাসের ০৩ই তারিখে হবে । তবে চাঁদ দেখা সাপেক্ষে রমজান মাস ও রোজা শুরু হয়ে থাকে । আরো জানতে : রোজার সময়সূচি ২০২২

রোজার গুরুত্ব, তাৎপর্য ফজিলতঃ

ফারসি শব্দ রোজার আরবি অর্থ হচ্ছে সওম, বহুবচনে সিয়াম। সওম বা সিয়ামের বাংলা অর্থ বিরত থাকা। ইসলামী শরীয়তে সওম হল আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশে নিয়তসহ সুবহে সাদিকের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। ২য় হিজরীর শাবান মাসে মদীনায় রোজা ফরজ সংক্রান্ত আয়াত নাজিল হয় æহে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হলো যেভাবে তা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যাতে তোমরা সংযমী হও”।

 (সূরা বাকারা, আয়াত-১৮৩)।

 সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে মহান আল্লাহ তায়ালা আরও বলেছেন, æতোমাদের মধ্যে যে ব্যক্তি সেই মাসকে পায় সে যেন রোজা রাখে”। 

পবিত্র রমজানের ফজিলত ও মর্যাদা সম্পর্কে হাদিসের কিতাবগুলোতে অনেক হাদিস বর্ণিত হয়েছে। এর ভেতর থেকে কিছু হাদিস এখানে উল্লেখ করা হলো- 

প্রিয় নবীজি (সা.) এর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা (রা.) বলেছেন, রাসুল (সা.) এরশাদ করেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। (বুখারী, মুসলিম)

 অপর হাদিসে এসেছে, হযরত সাহ্ল ইবনে সা’দ (রা.) থেকে বর্ণিত, নবী কারীম (সা.) এরশাদ করেছেন, বেহেশতের ৮টি দরজা রয়েছে। এর মধ্যে ১টি দরজার নাম রাইয়ান। রোজাদার ব্যতিত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। (বুখারী, মুসলিম)

 বিখ্যাত হাদিস বিশারদ সাহাবী হযরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, হুজুর (সা.) বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রমজান মাসের রোজা রাখবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রমযান মাসের রাতে এবাদত করে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত করে কাটাবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। (বুখারী, মুসলিম) 

হাদিসে আরো এসেছে, রাসুল (সা.) বলেন, আল্লাহ তায়ালা এরশাদ করেছেন, রোজা ছাড়া আদম সন্তানের প্রত্যেকটি কাজই তার নিজের জন্য। তবে রোজা আমার জন্য। আমি নিজেই এর পুরস্কার দেব। রোজা (জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য) ঢাল স্বরুপ। তোমাদের কেউ রোজা রেখে অশ্লীল কথাবার্তায় ও ঝগড়া বিবাদে যেন লিপ্ত না হয়। কেউ তার সঙ্গে গালমন্দ বা ঝগড়া বিবাদ করলে শুধু বলবে, আমি রোজাদার। সেই মহান সত্তার কসম যার করতলগত মুহাম্মদের জীবন, আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ কস্তুরীর সুঘ্রানের চেয়েও উওম। রোজাদারের খুশির বিষয় ২টি- যখন সে ইফতার করে তখন একবার খুশির কারণ হয়। আর একবার যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করে রোজার বিনিময় লাভ করবে তখন খুশির কারণ হবে। (বুখারী)। 

অপর একটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, রাসুলে পাক (সা.) বলেছেন, রোজা এবং কোরআন (কেয়ামতের দিন) আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে পরওয়ারদিগার! আমি তাকে (রমজানের) দিনে পানাহার ও প্রবৃত্তি থেকে বাধা দিয়েছি। সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কোরআন বলবে, আমি তাকে রাতের বেলায় নিদ্রা হতে বাধা দিয়েছি। সুতরাং আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করুন। অতএব, উভয়ের সুপারিশই কবুল করা হবে (এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হবে)। (বায়হাকী) 

হাদিস শরীফে আরো এসেছে, হযরত আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, যখন রমজানের প্রথম রাত আসে শয়তান ও অবাধ্য জিনদের শৃঙ্খলে আবদ্ধ করা হয়। দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। অতপর এর কোনো দরজাই খোলা হয় না। বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অতপর এর কোনো দরজাই বন্ধ করা হয় না। এ মাসে এক আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে ভালোর অন্বেষণকারী! অগ্রসর হও। হে মন্দের অন্বেষণকারী! থামো। আল্লাহ তায়ালা এ মাসে বহু ব্যক্তিকে দোযখ থেকে মুক্তি দেন। আর এটা এ মাসের প্রতি রাতেই হয়ে থাকে। (তিরমিযী ও ইবনে মাজাহ)। 

হযরত ইবনে আব্বাস (রা.) বলেছেন, যখন রমজান মাস উপস্থিত হতো রাসুল (সা.) সমস্ত কয়েদিকে মুক্তি দিতেন এবং প্রত্যেক প্রার্থনাকারীকে দান করতেন। (বায়হাকী) 

হাদিসের বইয়ে আরো পাওয়া যায়, নবী করীম (সা.) বলেছেন, কেউ যদি (রোজা রেখেও) মিথ্যা

mso-ascii-font-family: SutonnyMJ; mso-bidi-font-family: SutonnyMJ; mso-bidi-font-size: 11.0pt; mso-fareast-font-family: “Times New Roman”;”>কথা বলা ও খারাপ কাজ পরিত্যাগ না করে তবে তার শুধু পানাহার ত্যাগ করা (অর্থাৎ উপবাস ও তৃষ্ণার্ত থাকা) আল্লাহর কোনো প্রয়োজন নেই। (বুখারী)

 পবিত্র রমজান মাস মহান আল্লাহর সঙ্গে প্রিয় বান্দার প্রেম বিনিময়ের সবচেয়ে উত্তম সময়। এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। তাই এ মাসের ফজিলত ও মর্যাদা বেড়ে গেছে আরো বহুগুণ। রমজানের ফজিলত নিয়ে আরো অনেক হাদিস বিভিন্ন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। 

হযরত সালমান ফারসী (রা.) হতে বর্ণিত, তিনি বলেছেন, একবার রাসুল (সা.) আমাদের শাবান মাসের শেষ তারিখে ভাষণ দান করলেন এবং বললেন, হে মানবমণ্ডলী! তোমাদের প্রতি ছায়া বিস্তার করেছে এক মহান মাস, মোবারক মাস। এটি এমন মাস যাতে একটি রাত রয়েছে যা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। আল্লাহ তায়ালা এই মাসের রোজাগুলোকে করেছেন (তোমাদের ওপর) ফরজ আর রাতে নামাজ পড়াকে তোমাদের জন্য করেছেন নফল। এই মাসে যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশে ১টি নফল আমল করল সে ওই ব্যক্তির সমান হলো, যে অন্য মাসে ১টি ফরজ আদায় করলো। আর যে ব্যক্তি এই মাসে ১টি ফরজ আদায় করলো সে ওই ব্যক্তির সমান হলো, যে অন্য মাসে ৭০টি ফরজ আদায় করলো। এটা ধৈর্য্যের মাস। আর ধৈর্য্যের সওয়াব হলো বেহেশত। এটা সহানুভূতি প্রদর্শনের মাস। এটা সেই মাস যে মাসে মুমিন বান্দার রিজিক বাড়িয়ে দেওয়া হয়। এ মাসে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তা তার জন্য গুনাহ মাফের এবং দোযখের আগুন থেকে মুক্তির কারণ হবে। এছাড়া তার ছওয়াব হবে রোজাদার ব্যক্তির সমান। অথচ রোজাদার ব্যক্তির সওয়াব কমবে না। এসব শুনে সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসুল (সা.)! আমাদের প্রত্যেক ব্যক্তি তো এমন সামর্থ রাখেনা যে রোজাদারকে (তৃপ্তি সহকারে) ইফতার করাবে? রাসুল (সা.) বললেন, আল্লাহ পাক এই ছওয়াব দান করবেন যে রোজাদারকে ইফতার করায় এক চুমুক দুধ দিয়ে, অথবা একটি খেজুর দিয়ে, অথবা এক চুমুক পানি দিয়ে। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তির সঙ্গে খাওয়ায় আল্লাহ তায়ালা তাকে হাউজে কাউছার থেকে পানি পান করাবেন যার পর সে পুনরায় তৃষ্ণার্ত হবে না জান্নাতে প্রবেশ করা পর্যন্ত। এটা এমন পবিত্র মাসের প্রথম দিক রহমত, মাঝের দিক মাগফিরাত, আর শেষ দিক হচ্ছে দোযখ থেকে মুক্তির। যে ব্যক্তি এই মাসে আপন অধীনস্থ দাস-দাসীদের কাজের বোঝা হালকা করে দেবে মহান আল্লাহ তাকে মাফ করে দেবেন এবং তাকে দোযখ থেকে মুক্তি দান করবেন। (বায়হাকী)

প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরত আবু ওবায়দা (রা.) রমজানের গুরুত্ব সম্পর্কে আরেকটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, হুজুর (সা.) এরশাদ করেছেন, রোজা মানুষের জন্য ঢালস্বরুপ যতক্ষণ পর্যন্ত তা ফেড়ে না ফেলা হয় (অর্থাৎ রোজা মানুষের জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে যতক্ষণ পর্যন্ত তা নিয়ম অনুযায়ী পালন করা হয়)। (ইবনে মাজাহ, নাসাঈ)

সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা (রা.) থেকে এ সম্পর্কে আরেকটি বর্ণনা এসেছে। তিনি বলেছেন, হুজুর (সা.) এরশাদ করেছেন, অনেক রোজাদার ব্যক্তি এমন রয়েছে যাদের রোজার বিনিময়ে অনাহারে থাকা ব্যতিত আর কিছুই লাভ হয় না। আবার অনেক রাত জাগরণকারী এমন রয়েছে যাদের রাত জাগার কষ্ট ছাড়া আর কিছুই লাভ হয় না। (নেক আমল যদি এখলাস ও আন্তরিকতার সঙ্গে না হয়ে লোক দেখানোর উদ্দেশে হয় তাহলে এর বিনিময়ে কোনো সওয়াব পাওয়া যায় না)। (ইবনে মাজাহ, নাসাঈ)

 হযরত আবু হুরায়রা (রা.) আরো বলেছেন, নবী করীম (সা.) বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া রমজানের একটি রোজাও ভাঙে সে রমজানের বাইরে সারাজীবন রোজা রাখলেও এর বদলা হবে না। (তিরমিযী, আবু দাউদ) রমজানের ফজিলত সম্পর্কে বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, নবী করীম (সা.) বলেছেন, রমজানের জন্য বেহেশত সাজানো হয় বছরের প্রথম থেকে পরবর্তী বছর পর্যন্ত। তিনি বলেন, যখন রমজান মাসের প্রথম দিন উপস্থিত হয় বেহেশতের গাছের পাতা হতে আরশের নিচে বড় বড় চোখ বিশিষ্ট হুরদের প্রতি বিশেষ হাওয়া প্রবাহিত হয়। তখন তারা বলে, হে পালনকর্তা! আপনার বান্দাদের মধ্য হতে আমাদের জন্য এমন স্বামী নির্দিষ্ট করুন যাদের দেখে আমাদের চোখ জুড়াবে এবং আমাদের দেখে তাদের চোখ জুড়াবে। মহান আল্লাহ আমাদের সবাইকে পবিত্র রমজানের ফজিলত জেনে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন।

Ramadan Calendar 2022

Ramadan Calendar 2022 রমজান ক্যালেন্ডার ২০২২

শবে বরাত ২০২২  কোন মাসের কত তারিখে হবে

এখন, রমজান ২০২২ এর তারিখে সাথে হিসাব করে আমরা পবিত্র শবে বরাত ২০২২  কোন মাসের কত তারিখে হবে তা নির্ণয় করতে পারি। আমরা জানি শবে বরাত রমজানের পূর্ববর্তী মাস শাবান মাসের ১৫ তারিখ দিবাগত রাতে পালিত হয়ে থাকে। এই রজনীটি বাংলাদেশ ও ভারত উপমাহদেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি ইবাদতের রজনী হলেও বিশ্বের অন্য কোনো অঞ্চলে উদযাপিত হয় বলে তথ্য পাওয়া যায়নি। ১৫ দিন আগে বা হিজরি সনের শাবান মাসের ১৫ তারিখ হতে পারে ১৮ কিংবা ১৯ মার্চ ২০২২ তারিখে।

শবে কদর ২০২২  কোন মাসের কত তারিখে হবে

সাধারণত লাইলাতুর কদর কিন্তু আমাদের দেশে শবে কদর নামেই বেশি পরিচিত। এটি মূলত রমাজানের শেষ দশ দিনের যেকোনো বেজোড় রাত্রিতে হতে পারে বলে হাদিসে বর্ণিত। তবে, এব্যাপারে কোনো স্পষ্ট দিক নির্দেশনা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (স) আমাদেরকে দিয়ে যেতে পারেন নি। কারণ, মহান আল্লাহ সুবহানুহু ওয়াতাআল তাঁকে এই পবিত্র রজনী সম্পর্কে বলে আর ভুলিয়ে দিয়েছেন মর্মে বর্ণনায় পাওয়া যায়। এক্ষেত্রে, আমাদের দেশের মুফতি ও ইমাম আবু হানিফ মতাদর্শের অনুসারীগণ মতে করে থাকেন এই রজনীটি পবিত্র রমজান মাসের ২৬ তম দিবগত রজনীতে। সে হিসেবে শবে কদর ২০২২ পালিত হতে পারে ২৮ এপ্রিল দিবাগত রজনীতে।

Ramadan Calendar 2022

ঈদুল ফিতর বা রোজার ইদ ২০২২ কোন মাসের কত তারিখে

আমাদের হিসাব মতে ২০২২ সালের রমজান ৩ এপ্রিল শুরু হলে এর এক মাস (২৯ অথবা ৩০ দিন) পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ২০২২ সালের পবিত্র ঈদুল ফিতর রোজার ঈদ ২০২২ পালিত হবে ২ অথবা ৩ মে ২০২২ তারিখে।

প্রসঙ্গত, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কিছু কিছু অঞ্চলে সৌদি আরবের তারিখের সাথে মিল রেখে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহা বা কোরবানির ঈদ সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানসমূহ পালনের রেওয়াজ সাম্প্রতিক সময়ে চালু হয়েছে।

Ramadan Calendar 2022

Ramadan Calendar 2022, Iftar Time, Sehri Time, Bangladesh Ramadan Schedule,   District wise Ramadan Time Table by Islamic Foundation, Today Iftar Time, Today Sehri Time, Namaz Time, Dhaka DivisionChittagong Division, Rajshahi Division, Khulna Division, Barisal Division, Sylhet Division, Rangpur Division, Mymensingh Division Wise Ramadan Time, Tarabi Namaz, Roja Dates & Time, রোজা ভঙ্গের কারণ, রমজান মাসের আমল, অসুস্থ ব্যক্তিদের রোজা করার নিয়ম, রমজানের ক্যালেন্ডার ২০২০, রমজানের সময় সূচি ২০২০, সেহরি ও ইফতারের সময়সূচি ২০২০, আজকের ইফতারের সময়, আজকের সেহেরির সময়, সেহরির ও ইফতারের শেষ সময়, রোজার সময়, ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম , রাজশাহী , খুলনা , বরিশাল , সিলেট , ঢাকা , রংপুর , ময়মনসিংহ রমজানের সময়সূচি, রমজানের দোয়া, তারাবি নামাজ।

Ramadan Calendar 2022 is available here. Today is the first day of Ramadan. According to the moon sighting Ramadan is starts on 25 April, 2022 and ends on 24 May, 2022. In this case all Muslims in the world are ready to fast. On the other hand everyone need to the Ramadan Calendar. Islamic Foundation Bangladesh has been published Ramadan Calendar 2022 on their official website. It is a good news for Bangladeshi People. In addition we share the Ramadan schedule in our website. It is only for Bangladeshi People. So If you are a Bangladeshi Muslim then get Ramadan Seheri and Iftar timetable to visit BDJobResults. Below the share the Roja Dates & Time.

Ramadan is a holy month. It is the biggest religious month for Muslims. This month Muslims try to refrain from all sinful deeds. The holy month of Ramadan is a great opportunity for Muslims to reshape their life in accordance with the teachings of Islam. fasting is another important pillar of Islam. Allah has made Ramadan compulsory for all grown up Muslim men and women. In the hadith Qudsi, it is said that Allah Himself will reward those Muslim men and women who fast for the satisfaction of Allah and no one knows what inward Allah will give. Now we can realize the importance, Ramadan. The holy prophet has said that the holy Ramadan is the shield of the soul.

Ramadan Calendar 2022

In a battlefield a soldier protects himself from the attack of the enemies with his shield Similarly the holy Ramadan acts as a shield for a Muslim and prevents him from committing any crime, sin and doing any evil deeds. The holy Ramadan saves a Muslim from Jahannam. This is the religious side of the holy Ramadan. It has got many other values. It makes the rich feel the hunger of the poor. Thus, it brings the rich closer to the poor. All the year round the rich take rich items of food and as a result, they suffer from various diseases. But during the month of Ramadan, they cannot take rich foods three times a day and thus get relief from various diseases. Actually, the importance of holy Ramadan cannot be described in words.

Name: Ramadan

Bengali: রমজান

Observed by: Muslims

Type: Religious

Starts on: 25 April, 2022

Ends: 24 May, 2022

First Sheri: 4.00 A.M.

First Iftar: 6.28 P.M.

Calendar: Ramadan Calendar 2022

Every year everyone waits for this month. Muslims are very busy this month. Mothers and sisters are also busy organizing Ramadan. They get up in the morning and cook sehri and eat it. It is part of Ramadan. Many cannot fast because of illness. However, the Qur’an says that if one does not intentionally fast, it will be a sin. We will all try to fast. Fasting increases the body’s resistance to disease. However, prayers must be performed while fasting. Stop lying and donate more and more. GOD does not love the liar. Respect father and mother. Learn to greet everyone. Stand by the poor helpless people and help them. Do as much good as you can in the month of Ramadan. People are for people. At last one request if this post is benefit for you then never forgive to share. Below the Ramadan Calendar 2022 download it.

১৪৪১ হিজরী রমযান২০২০ খ্রিষ্টাব্দ এপ্রিল/মেবারসাহরীর শেষ সময়ফজরের ওয়াক্ত শরুইফতারের সময়
০১২৫ এপ্রিলশনিবার৪-০৫ মি:৪-১১মি:৬-২৮মি:
০২২৬ এপ্রিলরবিবার৪-০৪ মি:৪-১০মি:৬-২৯মি:
০৩২৭ এপ্রিলসোমবার৪-০৩মি:৪-০৯মি:৬-২৯মি:
০৪২৮ এপ্রিলমঙ্গলবার৪-০২মি:৪-০৮মি:৬-২৯মি:
০৫২৯ এপ্রিলবুধবার৪-০১মি:৪-০৭মি:৬-৩০মি:
০৬৩০ এপ্রিলবৃহস্পতিবার৪-০০মি:৪-০৬মি:৬-৩০মি:
০৭০১ মেশক্রবার৩-৫৯মি:৪-০৫মি:৬-৩১মি:
০৮০২ মেশনিবার৩-৫৮মি:৪-০৪মি:৬-৩১মি:
০৯০৩ মেরবিবার৩-৫৭মি:৪-০৩মি:৬-৩২মি:
১০০৪ মেসোমবার৩-৫৫মি:৪-০০মি:৬-৩২মি:
১১০৫ মেমঙ্গলবার৩-৫৪মি:৪-০০মি:৬-৩৩মি:
১২০৬ মেবুধবার৩-৫৩মি:৩-৫৯মি:৬-৩৩মি:
১৩০৭ মেবৃহস্পতিবার৩-৫২মি:৩-৫৮মি:৬-৩৪মি:
১৪০৮ মেশক্রবার৩-৫১মি:৩-৫৭মি:৬-৩৪মি:
১৫০৯ মেশনিবার৩-৫০মি:৩-৫৬মি:৬-৩৫মি:
১৬১০ মেরবিবার৩-৫০মি:৩-৫৬মি:৬-৩৫মি:
১৭১১ মেসোমবার৩-৪৯মি:৩-৫৫মি:৬-৩৬মি:
১৮১২ মেমঙ্গলবার৩-৪৯মি:৩-৫৫মি:৬-৩৬মি:
১৯১৩ মেবুধবার৩-৪৮মি:৩-৫৪মি:৬-৩৬মি:
২০১৪ মেবৃহস্পতিবার৩-৪৮মি:৩-৫৪মি:৬-৩৭মি:
২১১৫ মেশক্রবার৩-৪৭মি:৩-৫৩মি:৬-৩৭মি:
২২১৬ মেশনিবার৩-৪৭মি:৩-৫৩মি:৬-৩৮মি:
২৩১৭ মেরবিবার৩-৪৬মি:৩-৫২মি:৬-৩৮মি:
২৪১৮ মেসোমবার৩-৪৬মি:৩-৫২মি:৬-৩৯মি:
২৫১৯ মেমঙ্গলবার৩-৪৫মি:৩-৫১মি:৬-৩৯মি:
২৬২০ মেবুধবার৩-৪৪মি:৩-৫০মি:৬-৪০মি:
২৭২১ মেবৃহস্পতিবার৩-৪৪মি:৩-৫০মি:৬-৪০মি:
২৮২২ মেশক্রবার৩-৪৩মি:৩-৪৯মি:৬-৪১মি:
২৯২৩ মেশনিবার৩-৪৩মি:৩-৪৯মি:৬-৪২মি:
৩০২৪ মেরবিবার৩-৪২মি:৩-৪৮মি:৬-৪২মি:
Ramadan Calendar 2022

সূত্র: https://www.trickbangla24.com/2021/12/2022-ramadan-calender-in-bangladesh-2022.html

Visit Our Facebook Page: http://facebook.com/nittosongbad

More News: http://nittosongbad.com/bangladesh

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top