চিকেন চাপ তৈরি করার নিয়ম -বিকেলের নাশতায় রাখুন চিকেন চাপ

চিকেন চাপ তৈরি করার নিয়ম -বিকেলের নাশতায় রাখুন চিকেন চাপ

চিকেন চাপ তৈরি করার নিয়ম -বিকেলের নাশতায় রাখুন চিকেন চাপ

চিকেন চাপ খেতে অনেকেই বিভিন্ন কাবাব হাউজে জমান। লুচির সঙ্গে কিংবা শুধু চিকেন চাপ খাওয়ার মজাই আলাদা। তবে সব সময় তো আর বাইরে গিয়ে চিকেন চাপ খাওয়া সম্ভব নয়।

তাই চাইলে ঘরেই তৈরি করতে পারেন মজাদার চিকেন চাপ। তাও আবার রেস্তোরাঁর মতোই। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

১. আদা বাটা ১ টেবিল চামচ

২. রসুন বাটা ১ টেবিল চামচ

৩. লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ

৪. লবণ আধা চা চামচ

৫. বিটলবণ ১ চা চামচ

৬. চাপের মসলা ২ টেবিল চামচ

৭. বেসন আধা কাপ

৮. পানি ১ কাপ

৯. তেল ভাজার জন্য ও

১০. মুরগির বুকের মাংস ৪ পিস

পদ্ধতি

প্রথমে মুরগির মাংস লম্বা পাতলা করে কেটে নিন। তারপর ১ পিস মাংস পাতলা করে ২-৩ পিস করে নিন। এরপর মাংসের পিসগুলো চাকুর উল্টো পিঠ দিয়ে একটু ছেঁচে নিতে হবে। তাহলে মাংসের মধ্যে মসলা ঢুকবে ও ভাজার সময় মাংস শক্ত হয়ে যাবে না।

এবার পানি দিয়ে সব মসলা ও বেসন একসঙ্গে মাখিয়ে নিন। মসলা মাখানোর পর বেশ নরম হবে। এবার এই মাখানো মসলায় মুরগির মাংসগুলো মাখিয়ে মেরিনেট করে রাখুন ৪-৫ ঘণ্টা।

এরপর ডুবো তেলে মাংসের পিসগুলো বাদামি করে ভেজে তুলে নিন। ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার চিকেন চাপ। এবার পরিবেশন করুন সালাদ ও সস দিয়ে।

Tag: চিকেন চাপ তৈরি করার নিয়ম, Chicken Chap, Chicken, চিকেন চাপ

নিয়মিত চাকরি এবং লাইফস্টাইল খবরাখবর পেতে নিত্য সংবাদের ফেসবুক পেইজে যুক্ত থাকুন: Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top