মাত্র ছয় ঘণ্টা কাজ, বেতন ৪ হাজার পাউন্ড, অস্ট্রেলিয়ায় তাও লোক পাওয়া যাচ্ছে না

মাত্র ছয় ঘণ্টা কাজ, বেতন ৪ হাজার পাউন্ড অস্ট্রেলিয়ায়

মাত্র ছয় ঘণ্টা কাজ, বেতন ৪ হাজার পাউন্ড, অস্ট্রেলিয়ায় তাও লোক পাওয়া যাচ্ছে না

মাত্র ছয় ঘণ্টা কাজ, বেতন ৪ হাজার পাউন্ড, অস্ট্রেলিয়ায় তাও লোক পাওয়া যাচ্ছে না

দিনে কাজ করতে হবে মাত্র ৬ ঘণ্টা। মাইনেও বেশ ভালো, ৪ হাজার পাউন্ড। কিন্তু কাজের লোক পাওয়া যাচ্ছে না। কাজ হলো গাছ থেকে পাকা লেবু তুলতে হবে। মাটিতে  পড়লে চলবে না। তবে মুশকিল হলো এই কাজের জন্যই লোক পাওয়া যাচ্ছে না। এর জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার লেবু চাষের সঙ্গে যুক্ত মানুষরা ।  অস্ট্রেলিয়ান এক সংসদ দেশে শ্রমিকের সংকটের মধ্যে এই মৌশুমি ফল বাঁচানোর জন্য সবাইকে এগিয়ে আসতে বলেছেন।  এমপি অ্যান ওয়েবস্টার শ্রমিক ঘাটতিকে একটি “ট্র্যাজেডি ইন দ্য মেকিং” বলে উল্লেখ করেছেন। শ্রমিকের অভাবে পাকা ফল মাটিতে পড়ে পচে যাচ্ছে – আর এতে দেশের কোটি কোটি টাকা ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন ওই সংসদ সদস্য।

ড. ওয়েবস্টার এই বিপর্যয়ের সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এখানে সানরেশিয়ায় সাইট্রাস চাষীরা বিস্ময়কর ফসল এবং একটি স্বাস্থ্যকর রপ্তানি বাজারের মুখোমুখি (বিশ্বব্যাপী শিপিং সীমাবদ্ধতা সত্ত্বেও), কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপাদান অনুপস্থিত: শ্রমিক। কমলা লেবুর  বাছাইকারীদের জন্য কাজের সময় বর্তমানে সকাল ১০.৩০ মিনিট থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত  , উপার্জন প্রতিদিন ৪০০ ডলার বা ২২৫ পাউন্ড। কিন্তু শ্রমিক কম থাকার জন্যই ফসলগুলি মাটিতে পড়ে নষ্ট হচ্ছে। যার জেরে ৫২০ মিলিয়ন ডলারের কমলালেবু  শিল্প আজ ক্ষতির মুখে। কারণ যদি একটি ফলও মাটিতে পড়ে তবে তার মূল্য শূন্য। লেবু চাষে এরকম কর্মীর অভাব প্রথমবার দেখছে অস্ট্রেলিয়া।  করোনা অতিমারীর জেরে বাইরের শ্রমিকরা কাজে আসতে পারছেন না। তার জেরেই বাড়ছে কর্মী সংকট। সমস্যা এমন বেশি মাইনে দিয়েও এখন লোক পাওয়া যাচ্ছে না। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top