পদ্মা সেতুর টোল আাদায়ের হিসাব প্রকাশ করেছে

পদ্মা সেতুর টোল আাদায়ের হিসাব প্রকাশ করেছে

জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে উদ্বোধন করে তিনি সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তে আসবেন। জাজিরা প্রান্তের টোল প্লাজায় উদ্বোধনী কাজ শেষ করে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে জনসভা করবেন। এমনটা ধরে নিয়েই সে লক্ষ্যে কাজ করছে সেতু বিভাগ স্থানীয় প্রশাসন।

পদ্মা সেতুর টোল: ১. মোটরসাইকেল ১০০ টাকা। ২. কার, জীপ ৭৫০ টাকা। ৩. পিকআপ ১২০০ টাকা। ৪. মাইক্রোবাস ১৩০০ টাকা। ৫. ছোট বাস (৩১ আসন/১ রুম) ১৪০০ টাকা। ৬. মাঝারি বাস (৩২ আসন/বেশি) ২০০০ টাকা। ৭. বড় বাস (৩ এক্সেল) ২৪০০ টাকা। ৮. ছোট ট্রাক (৫ টন) ১৬০০ টাকা। ৯. মাঝারি ট্রাক (৫-৮ টন) ২১০০ টাকা। ১০. মাঝারি ট্রাক (৮-১১ টন) ২৮০০ টাকা। ১১. ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫৫০০ টাকা। ১২. ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ৬০০০ টাকা। ১৩. ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৬০০০+ প্রতি এক্সেল ১৫০০টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top