ঘূর্ণিঝড় অশনি: মংলায় ২ নম্বর সংকেত বলবৎ

ঘূর্ণিঝড় অশনি: মংলায় ২ নম্বর সংকেত বলবৎ

ঘূর্ণিঝড় অশনি: মংলায় ২ নম্বর সংকেত বলবৎ

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে মঙ্গলবারও (১০মে) মংলা সমুদ্র বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বলবৎ রয়েছে। অশনির প্রভাবে সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। কখনও রোদ আবার কখনও আকাশ মেঘাচ্ছন্ন দেখা গেছে।

তবে এরমধ্যেও বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি খারাপ হলে করণীয় সম্পর্কে প্রস্তুতিও নিয়ে রেখেছে উপজেলা প্রশাসন, বন্দর ও পৌর কর্তৃপক্ষসহ বনবিভাগ। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে ১০৩টি আশ্রয়কেন্দ্র ও পর্যাপ্ত শুকনো খাবার।

এদিকে অশনির প্রভাবে সোমবার পশুর নদীতে জোয়ারের পানি না বাড়লেও আজ স্বাভাবিকের তুলনায় বাড়বে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top