মোশাররফ করিমের স্ত্রী, সন্তান, আয় এবং জীবনী

মোশাররফ করিমের স্ত্রী, সন্তান, আয় এবং জীবনী

মোশাররফ করিমের স্ত্রী, সন্তান, আয় এবং জীবনী

কে এম মোশাররফ করিম (জন্ম ২২ আগস্ট ১৯৭১) একজন বাংলাদেশী অভিনেতা, তার অভিনীত প্রথম নাটক অতিথি। তিনি বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার প্রথম অভিনীত চলচ্চিত্র জয়যাত্রা। পরবর্তীতে তিনি রূপকথার গল্প (২০০৬), দারুচিনি দ্বীপ (২০০৭), থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯), প্রজাপতি (২০১১), টেলিভিশন (২০১৩), জালালের গল্প (২০১৫), এবং অজ্ঞাতনামা (২০১৬), হালদা(২০১৭), কমলা রকেট (২০১৮) চলচ্চিত্রে অভিনয় করেন।

২০০৮ সালে দেয়াল আলমারি, ২০১২ সালে জর্দ্দা জামাল, ২০১৩ সালে সেই রকম চা খোর নাটকে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পীর পুরস্কার অর্জন করেন। এছাড়া ২০০৯ সালে হাউজফুল, ২০১১ সালে চাঁদের নিজস্ব কোন আলো নেই, ২০১৩ সালে সিকান্দার বক্স এখন বিরাট মডেল, ২০১৪ সালে সেই রকম পানখোর, এবং ২০১৫ সালে সিকান্দার বক্স এখন নিজ গ্রামে নাটকে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এ তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পীর পুরস্কার অর্জন করেন। ২০১৫ সালে তিনি পর্তুগালের আভাঙ্কা চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরে জালালের গল্প চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন। ২০২১ সালে মহানগর ওয়েব ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।

প্রাথমিক জীবন

মোশাররফ করিম ১৯৭১ সালের ২২ আগস্ট বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি বরিশালের গৌরনদী থানার পিঙ্গলাকাঠী গ্রামে। বাংলাদেশী ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে তার অভিনয়ে দক্ষতা জন্ম নেয় তার স্কুল থিয়েটারে। ১৯৮৬ সালে মাধ্যমিক পাশ করেন। তখন থেকে তার অভিনয়ের প্রতি ভালবাসা অন্য মাত্রা নেয় ও তিনি তারিক আনাম খান-এর নাট্যকেন্দ্র মঞ্চদলে যোগদান করেন। তিনি এখনও এই নাট্যদলের সদস্য।

অভিনয় জীবন

টেলিভিশন

মোশাররফ করিম ১৯৯৯ সালে এক পর্বের নাটক অতিথি-এ অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আগমন করেন। এই নাটকটি ফেরদৌস হাসান পরিচালনা করেন এবং এটি চ্যানেল আই-এ প্রচারিত হয়। নাটকে তার সত্যিকার পথচলা শুরু হয় ২০০৪ সাল থেকে। ২০০৪ সালে তিনি দুটি নাটকে অভিনয় করেন, যা অভিনয়জগতে তাকে এক অধ্যবসায়ী চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি বিখ্যাত টেলিফিল্ম ক্যারাম-এ তিশার বিপরীতে অভিনয় করেন। এরপর থেকেই তিনি বিভিন্ন নাটক এবং মেগা-ধারাবাহিকে অভিনয় শুরু করেন। ২০০৮ সালে তিনি দেয়াল আলমারি নাটকে অভিনয় করেন। এই নাটকের জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচক শাখায় সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ) বিভাগে পুরস্কৃত হন। তিনি তার প্রথম মেগা-ধারাবাহিক ৪২০-এ অভিনয় করেন। এই নাটকটি চ্যানেল আই-এ প্রচারিত হয়। এরপর তিনি জনপ্রিয় ধারাবাহিক ভবের হাট, ঘর-কুটুম-এ অভিনয় করেন। এছাড়াও তিনি জিম্মি, দুই রুস্তম, অন্তনগর, ফ্লেক্সিলোড, কিংকর্তব্যবিমূঢ়, আউট অফ নেটওয়ার্ক, সাদা গোলাপ, ৪২০, জুয়া, সুখের অসুখ, সিরিয়াস কথার পরের কথা, সন্ধান চাই, ঠুয়া, লস, সিটি লাইফ, বিহাইন্ড দ্যা সিন, তালা, শূন্য পিক পকেট, ফাউল, জাঁতাকল নাটক ও টেলিফিল্মে অভিনয় করেন। ২০০৯ সালে হাউজফুল নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

২০১১ সালে চাঁদের নিজস্ব কোন আলো নেই নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। ২০১২ সালে ঈদে প্রচারিত হয় মাসুদ সেজান পরিচালিত সুখ-টান খণ্ড ধারাবাহিক নাটক। এতে তার বিপরীতে প্রথমবারের মত অভিনয় করেন মোজেজা আশরাফ মোনালিসা এ বছর জর্দ্দা জামাল নাটকে অভিনয়ের জন্য সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন। ২০১৩ সালে ঈদে প্রচারিত হয় শামস কবির পরিচালিত মিরজাফর মীর নাটকে। এই বছর সেই রকম চা খোর নাটকে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পীর পুরস্কার অর্জন করেন। এছাড়া সিকান্দার বক্স এখন বিরাট মডেল নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। ২০১৪ সালে এনটিভিতে প্রচারিত হয় তুমি কি এখনো আমার তুমি। ঈদুল আযহায় বাংলাভিশনে প্রচারিত হয় নাটক রকস্টার। এছাড়া আরটিভিতে প্রচারিত হয় সেই রকম পানখোর। এই নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

২০১৫ সালের ঈদুল ফিতরে প্রচারিত হয় চাঁদের চন্দ্রবিন্দু নেই নাটকটি। এতে তার বিপরীতে অভিনয় করেন আজমেরী আশা। আরটিভিতে প্রচারিত হয় শামস করিম পরিচালিত নাটক হিটার। ঈদুল আযহায় এনটিভিতে প্রচারিত হয় তুহিন হোসেন পরিচালিত প্রেম অথবা দুঃস্বপ্নের রাত-দিন। এই নাটকে তিনি প্রথমবারের মত তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা পূর্ণিমা। আরটিভিতে প্রচারিত হয় ‘সিকান্দার বক্স’ সিরিজের শেষ খণ্ডসিকান্দার বক্স এখন নিজ গ্রামে। সিকান্দার বক্স এখন নিজ গ্রামে নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে অভিনয় করেন আমার ইচ্ছে করে না, হাইপথেসিস নাটকে। মুন্সী প্রেমচাঁদের গল্প অবলম্বনে নির্মিত ঘাট কাপড় টেলিফিল্মে এক মাতালের চরিত্রে অভিনয় করেন।[২২] এছাড়া অভিনয় করেন লড়াই, ঝামেলা আনলিমিটেড, এই কূলে আমি আর ওই কূলে তুমি, বহুরূপী ধারাবাহিক নাটকে। ঈদুল ফিতরে চ্যানেল আই তার অভিনীত সাতটি নাটক নিয়ে ‘মোশাররফ করিম কমেডি ফেস্ট’ প্রচার করে ঈদের সাতদিন। নাটক সাতটি হল চোরের একদিন, প্রেমের নাম বেদনা, মায়াবতী, কারেন্ট গেলে ভয় পাবেন না, পাপ, একটা লাইক দেবেন প্লিজ, ও জ্বি স্যার ঠিক বলছেন। আরটিভিতে প্রচারিত হয় আজাদ কালাম পরিচালিত যমজ ৫। এছাড়া বাংলাভিশনে প্রচারিত অ্যাভারেজ আসলাম, বৈশাখীতে প্রচারিত কিড সোলায়মান, আরটিভিতে প্রচারিত তলোয়ার এবং অন্য একটি চ্যানেলে প্রচারিত চান্স মাস্টার খণ্ড ধারাবাহিক নাটকে অভিনয় করেন।

২০১৯ সালের নভেম্বর মাসে বাংলাভিশনে প্রচারিত ও ডাক্তার নাটকে তাকে একজন ডাক্তারের ভূমিকায় দেখা যায়, যিনি তার এক রোগীর সাথে আসা তার বোনের (সারিকা সাবাহ) প্রেমে পড়েন। বিজয় দিবসে নাগরিক টিভিতে তাকে সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে নির্মিত নীল দংশন নাটকে অভিনয় করতে দেখা যায়।

পুরস্কার

মোশাররফ করিম ২০০৮ সালে সেরা টিভি অভিনেতা (সমালোচকদের পছন্দ) বিভাগে ‘মেরিল প্রথম আলো পুরস্কার’, ২০০৯ সালে সেরা টিভি অভিনেতা (সর্বসাধারণের পছন্দ) বিভাগে ‘মেরিল প্রথম আলো পুরস্কার’ জিতেছেন। তিনি ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত একটানা ‘সেরা টিভি অভিনেতা’ হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছেন।

পারিবারিক জীবন

মোশাররফ করিম ২০০৪ সালের ৭ই অক্টোবর রোবেনা রেজা জুঁই কে বিয়ে করেন। জুঁইও নাট্য অভিনয়শিল্পী। তাদের একমাত্র সন্তান রোবেন রায়ান করিম।

Mosharraf Karim All Natok List – মোশাররফ করিম নাটক লিস্ট

মোশাররফ করিম নাটক লিস্ট

  • অতিথি
  • হেফাজ ভাই
  • দুই রুস্তম
  • ফ্লেক্সিলোড
  • কিংকর্তব্যবিমূঢ়
  • আউট অফ নেটওয়ার্ক
  • জুয়া
  • সুখের অসুখ
  • সিরিয়াস কথার পরের কথা
  • সন্ধান চাই
  • লস
  • ঝাল মুড়ি
  • সিটি লাইফ
  • বিহাইন্ড দ্যা সিন
  • ক্যারাম প্রথম পত্র
  • ক্যারাম দ্বিতীয় পত্র
  • কথা দিলেম তো
  • হাতেম আলি
  • জর্দা জামাল
  • বউচি
  • চাঁদের আলোয় কয়েকজন যুবক
  • চাল বাচাল
  • অফ দ্যা রেকর্ড
  • সাদা গোলাপ
  • এ গ্রেট মিস্টেক ইন মাই লাইফ
  • আবু করিম
  • কোরবান আলীর ব্যাংক ব্যালেন্স
  • আবুল কবিরাজ
  • আগামীকাল
  • আজকের দেবদাস
  • আমেরিকা
  • অসুখ
  • আমি হিমু হতে চাই
  • বিভ্রম ভালবাসার গল্প
  • বংশ রক্ষা
  • গন্তব্যর দিকে
  • বনলতা সেন
  • বর+বৌ = ?
  • বসরাই গোলাবের সৌরভ
  • ছাইয়া ছাইয়া
  • চ্যালেঞ্জ
  • চোর তিথি আর আমি
  • কামিং সুন
  • দেনমোহর
  • দেয়ালহীন দরজা
  • দর্প হরণ
  • একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়া ছিল
  • ইতি এবং
  • ফোর্থ সাবজেক্ট
  • হাতা বাবা রিটার্ন
  • কোরিয়ান
  • ব্যাংকক
  • কালো ভ্রমর
  • ল্যাইছ ফিতা
  • লস প্রজেক্ট
  • লস্ট অ্যান্ড ফাউন্ড
  • মেঘ বন্ধু
  • নাটক শেষ ভালবাসা শুরু
  • নৈশভোজ
  • পিক পকেট
  • পয়েন্ট থ্রী
  • পল্টিবাজ
  • রঙ্গিন ফানুস
  • সংখ্যাতত্ত্ব
  • শূন্যস্থান পূরণ
  • শূন্যতায় বোনা ঘর
  • ঠগবাজ
  • ঠুয়া
  • তৃতীয় পক্ষ
  • ভায়োলিন
  • ভূগোল
  • ভ্রমর
  • বাড়াবাড়ি
  • ঢেউ পোলাও ডট কম
  • চা অথবা কফি
  • বন্ধু আমরা তিনজন
  • মানিব্যাগ
  • একটি ঘটনা অথবা দুর্ঘটনা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top