Friday, May 7, 2021
Homeবাংলাদেশসত্যতা স্বীকার করে নিলেন হেফাজত নেতা মামুনুল হক

সত্যতা স্বীকার করে নিলেন হেফাজত নেতা মামুনুল হক

নিজস্ব সংবাদদাতা।।

সত্যতা স্বীকার করে নিলেন হেফাজত নেতা মামুনুল হক-

খেলাফত মজলিশ বাংলাদেশ ও হেফাজত নেতা মাওলানা মামুনুল হক আজ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তার উপর অর্পিত অভিযোগের বিষয়ে কথা বলেন।

তিনি লাইভে এসে বলেন, আমার স্ত্রীদের সাথে ব্যাক্তিগত আলাপচারিতায় মানুষের সামনে তুলে ধরে আমার নাগরিক অধিকার হরন করেছে।

এ নিয়ে আমি আল্লার আদালতে বিচার দিলাম এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।

উল্লেখ্য, গত ০৩ এপ্রিল নারায়নগঞ্জ এর সোনারগাঁও থানাধীন রয়েল রিসোর্ট নামক একটি হোটেলে স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগ কর্তৃক একজন নারী সহ ধৃত হন। তৎক্ষনাত সেখানে বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত হলে নানা রকম প্রশ্নের সম্মুখিন হন তিনি।

উক্ত ঘটনার পর থেকেই নানান অভিযোগে প্রশ্নবিদ্ধ হন হেফাজত নেতা মাওলানা মামুনুল হক। তার কয়েকটি কল রেকর্ড ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কল রেকর্ড গুলোর সত্যতা তুলে ধরে তিনি তার ফেসবুক প্রোফাইলে একটি লাইভ প্রচার করেন তাতে তার আলোচ্য ঘটনার সত্যতা মেলে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular