Saturday, May 8, 2021
Homeবাংলাদেশমুফতি নাসির উদ্দিনের পোষ্ট: ক্রমান্বয়ে ফেঁসে যাচ্ছেন মামুনুল।

মুফতি নাসির উদ্দিনের পোষ্ট: ক্রমান্বয়ে ফেঁসে যাচ্ছেন মামুনুল।

সূত্র শুরু হয়, নারায়নগঞ্জ এর রয়েল রিসোর্টে একজন নারীকে নিয়ে অবরুদ্ধ হওয়ার পর বার বার বিভিন্ন অভিযোগে ফেঁসে যাচ্ছেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক।

এরই মধ্যেই তার নিজ সংগঠনের কিছু দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিদের পোষ্টে মামুনুল হকের অভিযুক্তের প্রমাণ মেলে।

হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি নাসির উদ্দিন খান তার নিজ ফেসবুক প্রোফাইলে একটি পোষ্ট দেন সেখানে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন,

“হেফাজতের (হেফাজত ইসলাম বাংলাদেশ) মামলায় গ্রেফতারকৃত, আমাদের ভাইদের কে মুক্ত করার জন্য যখন আমরা থানায়,পুলিশের কভার ভ্যান এর পেছনে, আর আদালতের বারান্দায় ঘুরছি।

ঠিক সেই সময়ে আমাদের কওমি অঙ্গনের কিছু ফেসবুকীও আবেগি যুদ্ধারা, ফেসবুকের যুদ্ধে রত।

কেউ রিসোর্টে রিফ্রেশমেন্টের জন্য চলে যান । কোন ব্যক্তির পদস্খলনের দায় সংগঠন নিতে পারে না। নেয়া উচিত নয়।

সাংগঠনিক কাজ করতে যেয়ে বাধার মুখোমুখি হলে, তখন সংগঠন তার পাশে দাঁড়াবে, সমস্ত শক্তি নিয়ে। মনে রাখতে হবে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, দেশের চেয়ে ঈমান বড়, এই কথাই শেষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular